মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রিফ্রেশার্স কৃষক রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের রমতিয়া পাড়ায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় বাঙ্গালহালিয়ার রহমতিয়া পাড়ায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় দলভুক্ত চাষীদের অংশগ্রহণে এই রিফ্রেশার্স কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাঙ্গালহালিয়া ইউনিয়নের ধলিয়া ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা শেখর চৌধুরীর সভাপতিত্বে এতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু।
প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষিতে মাশরুম চাষ খুবই লাভজনক একটি ক্ষেত্র। সঠিকভাবে এবং পরিকল্পনা মাফিক মাশরুম চাষ করলে লাভবান হওয়া সহজ। সঠিকভাবে এর চাষ করলে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিক্রয় করেও অনেকটা স্বাবলম্বী হওয়া যায়।
এছাড়াও এতে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।