ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পৈত্রিক জমি অবৈধ দখলমুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি করেছে ভুক্তভোগী পরিবার।
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার নলছিটি উপজেলার তিমিরকাঠি মৌজা ও পশ্চিম চর দপদপিয়া মৌজার ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে তিমিরকাঠী এলাকায় অপসোনিন ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রায় ৭০-৭৫টি পরিবারের পৈত্রিক ৮-১০ একর জমি জোরপূর্বক দখল করে কারখানা নির্মাণের প্রতিবাদে এবং জমি ফিরে পাওয়ার দাবিতে এ আয়োজন করা হয়।
এ সময় ভুক্তভোগী পরিবারদের সাথে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, ভূমিদস্যু অপসোনিন ফার্মাসিউটিক্যালসের মালিক কর্তৃক প্রায় ৭০-৭৫টি নিরীহ পরিবারের ৮-১০ একর পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে সেখানে বিশাল ওষুধ কারখানা নির্মাণ করা হয়েছে। এসব জমির অধিকাংশ জাল দলিল কিছু দালাল ও অসাধু ভূমি কর্মকর্তাদের সহায়তায় প্রস্তুত করা হয়েছে।
তারা জানান, জমি ফেরত পেতে একাধিকবার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসে ধর্না দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি এবং খাজনা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি।
বক্তারা আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি তারা তাদের পৈত্রিক সম্পত্তি ফেরতের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তাদের দাবিসমূহ নিম্নরূপঃ
ক. বর্তমান বিএস রেকর্ড এসএ পর্চা অনুযায়ী প্রকৃত মালিকদের নামে জমি সংশোধন করতে হবে।
খ. অপসোনিন ফার্মার ভেতরে যেসব জমি অবৈধভাবে দখল করা হয়েছে তা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে হবে।
গ. জমি দখলের সহায়তাকারী দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
ঘ. প্রকৃত জমির মালিকদের এসএ পর্চা অনুযায়ী খাজনা (দাখিলা) প্রদানের সুযোগ দিতে হবে।