কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা :- কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্জ্রপাতে মো: শাহজাহান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার ২৮ এপ্রিল সন্ধায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বিলবাঘাটা (হরিবিল) এলাকা থেকে এলাকাবাসী ও নিহতের স্বজনরা মোঃ শাহজাহানের লাশ উদ্ধার করে। বজ্রপাতে নিহত শাহজাহান কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া পাড়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বজ্রপাতে নিহত শাহজাহান পেশায় একজন দরিদ্র জেলে ছিলেন। সোমবার সকালে তিনি বিলবাঘাটায় (হ রিবিল) কুইচ্চা মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফিরে আসেন নি।যার ফলে তার আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও তাকে পায়নি। সন্ধ্যায় স্থানীয় কিছু লোক বাঘহাটা (হরিবিলে) গেলে সেখানে কুইচ্ছা মাছ ধরার চাইয়ের সাথে তার মরদেহ দেখতে পান।
পড়ে তারা সেখান থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে এবং রাতেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয় বলে জানান।