মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ এপ্রিল (রবিবার) দুপুরে মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সামনে (কুমিল্লা – মিরপুর) মহাসড়কে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফিলিস্তিনিদের উপর শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে এবং মসজিদুল আকসার পবিত্রতার রক্ষায় বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ইজরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলি বিভিন্ন পণ্য পরিহারের জন্য সারা বিশ্বের মুসলমানদের আহ্বান জানান। এ ছাড়া ফিলিস্তিনি শিশু ও তাদের দেশ রক্ষায় জাতিসংঘের কার্যকরী ভূমিকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেনসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।