মো: কোরবান আলী রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ মঙ্গলবার ২৯/০৪/২০২৫ উপজেলার প্রশাসক জনাব আবু সালেহ মোহাম্মদ হাসানাত
গোপন সুত্রে খবর পায় যে, উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের প্রত্যান্ত এলাকায় অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটছে। খবর পেয়েই তৎক্ষণাৎ ইউএনও সাহেব ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় এবং কাজ বন্ধ করে দেয়। ইউএনও সাহেবের এমন কাজে এলাকাবাসী অনেক খুশি হয়।
উপজেলা প্রশাসক জনাব আবু সালেহ মোহাম্মদ হাসানাত বলেন, এমন অভিযান চলমান থাকবে এবং এদের সাথে জড়িতদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং তাদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে।