ঢাকা , বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য আলোচিত ১২ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি রমজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মামলা বরিশালের গৌরনদী মডেল থানার ওসির বিরুদ্ধে সিরাজগঞ্জে দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবিতে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না -ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ আনছার লালবাগে র‌্যাব কর্তৃক গ্রেফতার। সলঙ্গায় কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে পিতা পুত্র আটক নারায়ণগঞ্জ ফতুল্লায় গৃহবধূ ধর্ষণ র‌্যাব এর অভিযানে আরো এক আসামি গ্রেপ্তার গৌরীপুরে বিধি বহির্ভূত ব্যক্তিদের নিয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে সুন্নাতে ভরা দাওয়াতে ইসলামীর ইজতেমা আগামী কাল থেকে শুরু 

চট্টগ্রামে সুন্নাতে ভরা দাওয়াতে ইসলামীর ইজতেমা আগামী কাল থেকে শুরু 

 

এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহার পারাবিল ময়দানে আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ৩ দিনের সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমা।

কোরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতেমা ২ মে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এই ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামীর জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী।


আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্ণফুলী শিকলবাহা ইজতেমা ময়দানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমার জন্য পারাবিল ময়দানজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার এবং বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দাওয়াতে ইসলামীর কয়েকশ নিজস্ব নিরাপত্তাকর্মী মাঠে থাকবেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় টয়লেট এবং খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি।

মুফতি জহিরুল ইসলাম বলেন, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এই সংগঠন ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে ৩ দিনের ইজতেমা আয়োজন করে আসছে। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমলের বিষয়ে দিন রাত বয়ান হবে। মুসল্লিদের নামাজ, ফরজ, সুন্নাত ও নফল ইবাদতের নিয়ম-নীতি হাতে-কলমে শেখানো হবে। ইজতেমা শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতের মাধ্যমে দেশ, জাতি, ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হবে। ইজতেমায় দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকে রাসুলের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।


দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (আন্তর্জাতিক বিভাগ) মুহাম্মদ কামাল আত্তারী বলেন, 
শুধু বাংলাদেশেই নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকায় আন্তর্জাতিক ইজতেমার পাশাপাশি চট্টগ্রামে হচ্ছে বিভাগীয় ইজতেমা। ইজতেমা শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন এবং ১২ মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবেন এবং মানুষকে ইসলামের পথে আহ্বান জানাবেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, 
ইজতেমা জিম্মাদার ও দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শওকত আত্তারি, মুহাম্মদ আজাদ আত্তারি, সরফরাজ আশরাফী ও বাহাদুর আত্তারী।

 

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য

চট্টগ্রামে সুন্নাতে ভরা দাওয়াতে ইসলামীর ইজতেমা আগামী কাল থেকে শুরু 

আপডেট সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

 

এম মনির চৌধুরী রানা : চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহার পারাবিল ময়দানে আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ৩ দিনের সুন্নাতে ভরা বিভাগীয় ইজতেমা।

কোরআন ও সুন্নাহ প্রচারে নিয়োজিত বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ ইজতেমা ২ মে জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এই ইজতেমাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, বলে জানিয়েছেন দাওয়াতে ইসলামীর জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী।


আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্ণফুলী শিকলবাহা ইজতেমা ময়দানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমার জন্য পারাবিল ময়দানজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ চেকপোস্ট, সিসি ক্যামেরা, পাঁচটি ওয়াচ টাওয়ার এবং বিশেষ চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। মাঠে প্রবেশের সময় মুসল্লিদের তল্লাশি করা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও দাওয়াতে ইসলামীর কয়েকশ নিজস্ব নিরাপত্তাকর্মী মাঠে থাকবেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য অজু, গোসল, প্রয়োজনীয় টয়লেট এবং খাবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিয়েছে পিডিবি।

মুফতি জহিরুল ইসলাম বলেন, সুফিবাদ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বিদায় বিশ্বাসী এই সংগঠন ২০১৫ সাল থেকে বাংলাদেশে নিয়মিতভাবে ৩ দিনের ইজতেমা আয়োজন করে আসছে। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কেয়াসের ভিত্তিতে ঈমান-আক্বিদা ও আমলের বিষয়ে দিন রাত বয়ান হবে। মুসল্লিদের নামাজ, ফরজ, সুন্নাত ও নফল ইবাদতের নিয়ম-নীতি হাতে-কলমে শেখানো হবে। ইজতেমা শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মুনাজাতের মাধ্যমে দেশ, জাতি, ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হবে। ইজতেমায় দেশ-বিদেশ থেকে লাখ লাখ আশেকে রাসুলের উপস্থিতির প্রত্যাশা করা হচ্ছে।


দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (আন্তর্জাতিক বিভাগ) মুহাম্মদ কামাল আত্তারী বলেন, 
শুধু বাংলাদেশেই নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকায় আন্তর্জাতিক ইজতেমার পাশাপাশি চট্টগ্রামে হচ্ছে বিভাগীয় ইজতেমা। ইজতেমা শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন এবং ১২ মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করে ইলমে দ্বীন প্রচার করবেন এবং মানুষকে ইসলামের পথে আহ্বান জানাবেন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, 
ইজতেমা জিম্মাদার ও দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের মিডিয়া জিম্মাদার শওকত আত্তারি, মুহাম্মদ আজাদ আত্তারি, সরফরাজ আশরাফী ও বাহাদুর আত্তারী।