মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুল ও মাদ্রাসা গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সলঙ্গা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলঙ্গা শাহীন স্কুল, ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়,বলাই শিমলা দাখিল মাদ্রাসা, আমশড়া ফাজিল মাদ্রাসা, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকালের ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত দোয়া মাহফিল গুলোতে নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা সহ তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।