মোঃ আখতার হোসেন হিরন, স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত শাহীন স্কুলে গত বৃহস্পতিবার সকালে ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষনাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার এবং অভিভাবিকাদের মাঝে শাড়ি বিতরণ করেন, শাহীন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ প্রধান শাখার নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল করিম তালুকদার।
সিরাজগঞ্জ শাখা পরিচালক জনাব মোঃ নুরুল হক এর পরিচালনায় অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী করা সহ সলঙ্গায় “শাহীন স্কুল” কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন, “শাহীন স্কুল” সলঙ্গা শাখার পরিচালক জনাব মোঃ আব্দুস সামাদ এবং মোঃ রাকিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্র/ছাত্রীসহ অভিভাবক বৃন্দ।