হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর মৌজার ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে, প্রায় তিন শতাধিক রেইনট্রি, সুপারি, বাঁশ ও কলাগাছ কেটে ভাংচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার চরমোনাইয়ের ৩ নং ওয়ার্ড সভাপতি আঃ মন্নান বেপারী সহ গংদের বিরুদ্ধে। এ বিষয়ে হিজলা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মোঃ তোফাজ্জল বেপারী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেমানিয়া ইউনিয়নের গঙ্গাপুর মৌজার জে এল নং ৬৭, এস এ খতিয়ান নং ৪৫৫, দাগ নং ৫১০ এর ৩২ শতাংশ জমির মালিক মোঃ তোফাজ্জল বপারী। বিরোধ থাকায় স্থানীয় শালিস মিমাংসার মাধ্যমে তিনি এই জমির মালিকানা প্রাপ্ত হন। এই জমির গাছ কেটে ও ভাংচুর করে অবৈধভাবে দখল করার চেষ্টা করে অত্র এলাকার মৃতঃ আহাম্মদ বেপারীর পুত্র আঃ মন্নান বেপারী সহ আলাউদ্দিন বেপারী, ছালাউদ্দিন বেপারী, শাহাবুদ্দিন বেপারী গংরা।
তোফাজ্জল বেপারী জানান, এই ভূমি খেকোরা এতটাই ভয়ংকর তারা স্থানীয় সালিশ মীমাংসার তোয়াক্কা করেন না। এরা একদল দাঙ্গা-হাঙ্গামাকারী সন্ত্রাসী প্রকৃতির লোক। এরা অবৈধভাবে আমার জমি ভোগ দখল করতে চায়। আমি বাধা দিলে এরা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার দিন ২১ জুলাই, দুপুর ২: ৩০ টার সময়ে ভূমি খেকো আঃ মন্নান বেপারীর নেতৃত্বে আমার জমির গাছ কেটে, ভাঙচুর চালিয়ে প্রায় ১৫০,০০০ টাকার ক্ষতি করে। আমি হিজলা থানা বরাবর অভিযোগ দাখিল করেছি। আমি এই ভূমি খেকোদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এ ব্যাপারে অভিযুক্ত আঃ মন্নান বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, আমরা ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।