এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : জুলাই গণ- অভ্যুত্থানে শহিদদের স্মরণে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টায় উপজেলা ভবনের সামনে থেকে র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম (ভারপ্রাপ্ত), কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা যুবদলের আহŸায়ক মাহবুবুল আলম মাসুদ, পৌর জামায়াত নেতা জুয়েল আহম্মেদ আফজাল, জুলাই যুদ্ধাআহত আফজাল হুসাইন, মো: জহির সহ আরও রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।