ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলিয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, সারোয়ার জাহান এমরান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন সহ অন্যান্যরা।