ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত ভালুকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নের ইসছিন প্রামানকের ঘরে টাকা চুরি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার -২  রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদ সহ গ্রেফতার ৩৮  রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডার মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার।  হবিগঞ্জ চুনারুঘাটে আগুনে পুড়ে ৩০ গবাদিপশু ছাই    তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নের ইসছিন প্রামানকের ঘরে টাকা চুরি

পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নের পশ্চিমপাড়া ৫ নং ওয়ার্ডের ইসছিন প্রামানকে ঘরে টাকা চুরি করেছে মোঃ জহুরুল প্রামানিক।

 

সুমন মন্ডল পাবনা

পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নেরর পশ্চিমপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ ইসছিন প্রামানিকের। ঘরে টাকা চুরি করেছে। মোঃ জহিরুল প্রামানিক নামের এক ব্যক্তি পিতা মৃত্যু মোঃ ফজর প্রামানিক। ইসছিন প্রামানিক এর স্ত্রী মোছাঃ হাসনা খাতুন।

দৈনিক বরিশালের প্রাণকে জানান, আমার ঘরে জহিরুল প্রামানিক এসে। আমাকে বলে ওর ঘরে মাছ আছে। আমাকে আনতে বলে। আমি জহুরুলের ঘরে মাছ আনতে যাওয়ার পর। আমার টাকা নিয়ে জাই। এ বিষয়ে (৫নং ওয়ার্ড) মেম্বার মোঃ আব্দুল হান্নান কে জানালে। বিচার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে ও মোঃ আব্দুল মন্ডলের বাড়িতে টাকা চুরি করেন। এ বিষয়ে মোঃ জহিরুলর প্রামানিকের মোটো ফোনে ফোন দিলে। জহিরুলের স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। ফোন ধরে পরে বাসোনা খাতুন কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান। আমার স্বামী টাকা চুরি করে নাই। মোছাঃ বাসোনা খাতুন এ কথা বলার। পর দৈনিক বাংলার আলো কে মাস্তান ও মন্দভাষায় কথা বলেন।

এদিকে, মোঃ আব্দুল মন্ডলের ঘরের চুরির কথা বলে। স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। আমার স্বামীকে এসব মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে পাড়া- প্রতিবেশী।

এ বিষয়ে ডেমরা ইউনিয়নের মানোবিক চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ও ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আঃ হান্নানকে বিচার করার জন্য। দৃষ্টি আকর্ষণ করছে। মোছাঃ হাসনা খাতুন।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নের ইসছিন প্রামানকের ঘরে টাকা চুরি

আপডেট সময় ১০:৫৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

সুমন মন্ডল পাবনা

পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নেরর পশ্চিমপাড়া ৫ নং ওয়ার্ডের মোঃ ইসছিন প্রামানিকের। ঘরে টাকা চুরি করেছে। মোঃ জহিরুল প্রামানিক নামের এক ব্যক্তি পিতা মৃত্যু মোঃ ফজর প্রামানিক। ইসছিন প্রামানিক এর স্ত্রী মোছাঃ হাসনা খাতুন।

দৈনিক বরিশালের প্রাণকে জানান, আমার ঘরে জহিরুল প্রামানিক এসে। আমাকে বলে ওর ঘরে মাছ আছে। আমাকে আনতে বলে। আমি জহুরুলের ঘরে মাছ আনতে যাওয়ার পর। আমার টাকা নিয়ে জাই। এ বিষয়ে (৫নং ওয়ার্ড) মেম্বার মোঃ আব্দুল হান্নান কে জানালে। বিচার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এর আগে ও মোঃ আব্দুল মন্ডলের বাড়িতে টাকা চুরি করেন। এ বিষয়ে মোঃ জহিরুলর প্রামানিকের মোটো ফোনে ফোন দিলে। জহিরুলের স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। ফোন ধরে পরে বাসোনা খাতুন কে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান। আমার স্বামী টাকা চুরি করে নাই। মোছাঃ বাসোনা খাতুন এ কথা বলার। পর দৈনিক বাংলার আলো কে মাস্তান ও মন্দভাষায় কথা বলেন।

এদিকে, মোঃ আব্দুল মন্ডলের ঘরের চুরির কথা বলে। স্ত্রী মোছাঃ বাসনা খাতুন। আমার স্বামীকে এসব মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে পাড়া- প্রতিবেশী।

এ বিষয়ে ডেমরা ইউনিয়নের মানোবিক চেয়ারম্যান মোঃ জুয়েল রানা ও ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আঃ হান্নানকে বিচার করার জন্য। দৃষ্টি আকর্ষণ করছে। মোছাঃ হাসনা খাতুন।