ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নান্দাইলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত ভালুকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ পাবনার ফরিদপুরে ডেমরা ইউনিয়নের ইসছিন প্রামানকের ঘরে টাকা চুরি গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার -২  রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী ও চাঁদাবাদ সহ গ্রেফতার ৩৮  রাবিতে জুলাই বিপ্লবে হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডার মামলায় তিন কর্মকর্তা গ্রেফতার।  হবিগঞ্জ চুনারুঘাটে আগুনে পুড়ে ৩০ গবাদিপশু ছাই    তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

জুলাই বিপ্লব আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে-ইআবি ভিসি

জুলাই বিপ্লব আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে-ইআবি ভিসি

মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আলিয়া প্রতিনিধি।​

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা এই দেশের মানুষকে বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তিনি বলেন, এই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়, এটি একটি চেতনা যা বাকস্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল।

আজ ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শামছুল আলম বলেন, শহীদদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজে বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের সকল প্রকার ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের একজন জীবিত যোদ্ধা, ঢাকা আলিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ হামিমকে চিকিৎসা সহায়তা হিসেবে দুই লাখ টাকার অনুদান চেক প্রদান করেন উপাচার্য।

এছাড়া, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নামকরণ করা হয় “শহীদ আবু সাঈদ গ্রন্থাগার” নামে। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

নান্দাইলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

জুলাই বিপ্লব আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে-ইআবি ভিসি

আপডেট সময় ০৬:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

মোঃ আরিফুল ইসলাম, ঢাকা আলিয়া প্রতিনিধি।​

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা এই দেশের মানুষকে বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তিনি বলেন, এই বিপ্লব কেবল একটি আন্দোলন নয়, এটি একটি চেতনা যা বাকস্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল।

আজ ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শামছুল আলম বলেন, শহীদদের আত্মত্যাগকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সমাজে বিভাজন নয়, ঐক্যের ভিত্তিতে আমাদের সকল প্রকার ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার মো. আইউব হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মো. রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং উপ-পরিচালক মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের একজন জীবিত যোদ্ধা, ঢাকা আলিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব উল্লাহ হামিমকে চিকিৎসা সহায়তা হিসেবে দুই লাখ টাকার অনুদান চেক প্রদান করেন উপাচার্য।

এছাড়া, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নামকরণ করা হয় “শহীদ আবু সাঈদ গ্রন্থাগার” নামে। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।