নিজস্ব প্রতিবেদক: র্যাব-১৩ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানে রংপুর জেলার গংগাচড়া থানার অপহরণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
বাংলাদেশ আমার অহংকার- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানি অপহরণসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, ধৃত ১নং আসামী মো: শামীম আহমেদ ভিকটিমকে বিভিন্ন সময়ে প্রেম ভালোবাসার কু-প্রস্তাব দিত। উক্ত বিষয়ে ভিকটিম রাজি না হওয়ায় গত ইং ২৯/০৫/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ভিকটিম প্রতিদিনের ন্যায় নিজ বাড়ি হতে গংগাচড়া বাজার এলাকায় প্রাইভেট পড়তে বের হলে একইদিন সকাল অনুমান ০৮:৪৫ ঘটিকায় ভিকটিম নিজ বাড়ির উত্তর পূর্ব দিকে এক কিলোমিটার দূরে গিরিয়ার মোড় এলাকাস্থ্য ক্যানেল ব্রিজে পৌঁছালে এজাহারে বর্ণিত ১নং আসামীসহ অজ্ঞাতনামা ২/১ আসামী মিলে ভিকটিমকে সিএনজিযোগে অজ্ঞাতনামা স্থানে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পারে এবং ভিকটিমের পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২০, তারিখ-১৬/০৬/২০২৫ ইং, ধারা-০৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এর ৭/৩০ তৎসহ ৫০৬ পেনাল কোড।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী এবং র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ১৫/০৭/২০২৫ তারিখ রাত ০৯.৪৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন দনিয়া স্মৃতিধারা আবাসিক এলাকার ওয়ার্ড নং-৬০, রোড নং-৫, প্লট নং-১৮৫১, হোল্ডিং নং-১৮৩ এর বাড়ির ৪র্থ তলার বাসায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া মডেল থানার অপহরণ মামলার ১নং পলাতক আসামী মোঃ শামীম আহমেদ (২২), পিতা- মোঃ জোবায়ের হোসেন, সাং- দক্ষিণ পানাপুকুর, পূর্বপাড়া (বড়বিল), থানা- গংগাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।