হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ সদর মডেল থানার সামনে দুই বোনের উপর হামলা করেছে ধুলিয়াখাল এলাকার তেতুইয়া গ্রামের লোকমান মিয়া। আহত ফৌজিয়া আক্তার মিতু (২৬) ও তার বোন জুবায়দা আক্তার (৩০), কে স্হানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি চিকিৎসা দেয়া হয়েছে।
গত বুধবার বিকালের দিকে এ ঘটনাটি ঘটে। আহতদের গ্রামের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার কলিম নগর গ্রামের নানু মিয়ার কন্যা। ঘটনা টি সদর থানার পুলিশ দৌড়ে এসে দুই বোন কে আত্নরক্ষা করে হাসপাতালে পাঠায়।
আহত ব্যক্তিরা জানায়, সদর মডেল থানা থানা থেকে তাদের প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে থানার গেইটে পৌছা মাত্র লোকমান মিয়া তাদের কে হামলা করে আহত করে। হামলার সময় হামলা কারী তাদের দামী মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।