মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি সহ ২৬জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: মোঃ তানভীর হোসেন সজল (৩০), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার মোঃ শাহিনুর ইসলামের ছেলে, যুবলীগ কর্মী মোঃ হোসেন আলী (৩৬), সে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ জিয়াউল হক (৫৩), সে নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকার মৃত আকতার হোসেনের ছেলে ও মোঃ সানোয়ার হোসেন (২৭), সে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে এবং রাজশাহী সিটি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চাঁদাবাজ। বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৩জন, চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাবেক ছাত্রীগ সভাপতি সানোয়ারকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও নগর পুলিশের অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৫জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।