ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী। তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামিলীগ নেতা লোকমান বিএনপি নাম ভাঙ্গিয়ে পায়দা লোটার চেষ্টা  রাজশাহী নগরীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মজিবর রহমান মজু’কে চাইছে ভালুকাবাসী  রাজশাহীতে বই পড়ে পুরস্কার পেল ছাত্র -ছাত্রীরা জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোয়া মাহফিল অনুষ্ঠিত  বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বরিশালে চাঁদাবাজি সহ একাধিক মামলা ! তদন্তে পুলিশ গৃহ ছারছেন সাংবাদিক 

কুমারখালীতে ঝড়ে পড়া নারিকেল নিয়ে দিন-ভর দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

কুমারখালীতে ঝড়ে পড়া নারিকেল নিয়ে দিন-ভর দফায় দফায় সংঘর্ষ, আহত ৮


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : 
কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দু’টি নারিকেলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দিন-ভর দফায় দফায় বাকবিতণ্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মুনছুরের ছেলে সোনা শেখ (৪৫), তার স্ত্রী তৃষ্ণা খাতুন (৪০) ও ছেলে আশিক (২৫), ইয়েদ আলীর ছেলে সমছের বিশ্বাস (৬৭), তার ছেলে আনোয়ার বিশ্বাস (৩৪), মনিরুল ইসলাম (৪২) ও মেয়ে জুলেখা খাতুন (৪৫) এবং বদর শেখের ছেলে মিজানুর রহমান (৪০)।ৎ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮টার দিকে চঞ্চলের চাচি তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর কয়েক দফা উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।


বিকেলে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,
 আহতদের কেউ বারান্দায় বসা। কেউবা জরুরি বিভাগে। তাদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। তাদের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

গাছের মালিক চঞ্চল বলেন, গাছ থেকে দুটি নারিকেল পড়েছিল। তা নিয়ে উভয়পক্ষ কয়েক দফা মারামারি করেছেন। দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহতরা সবাই চাচাতো ভাই-বোন।

আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন, কুড়ানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, দা, কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি, আমার স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি।

প্রতিপক্ষের সমছের বিশ্বাস বলেন, সামান্য নারিকেল নিয়ে সকালে একবার মেরেছে। থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগ দিয়ে বাড়িতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। আমিসহ সন্তানেরা গুরুতর আহত। থানায় মামলা করা হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, 
দুইটি নারিকেল নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকালের ছোট ঘটনায় দুপুরে উভয়পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিকেলে ফের সংঘর্ষে জড়িয়েছেন তারা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মুলাদীতে পৌরসভা বিএনপির সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করার লক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কুমারখালীতে ঝড়ে পড়া নারিকেল নিয়ে দিন-ভর দফায় দফায় সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় ০১:২৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : 
কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দু’টি নারিকেলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দিন-ভর দফায় দফায় বাকবিতণ্ডা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয়পক্ষের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মুনছুরের ছেলে সোনা শেখ (৪৫), তার স্ত্রী তৃষ্ণা খাতুন (৪০) ও ছেলে আশিক (২৫), ইয়েদ আলীর ছেলে সমছের বিশ্বাস (৬৭), তার ছেলে আনোয়ার বিশ্বাস (৩৪), মনিরুল ইসলাম (৪২) ও মেয়ে জুলেখা খাতুন (৪৫) এবং বদর শেখের ছেলে মিজানুর রহমান (৪০)।ৎ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮টার দিকে চঞ্চলের চাচি তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন।

এরপর কয়েক দফা উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।


বিকেলে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,
 আহতদের কেউ বারান্দায় বসা। কেউবা জরুরি বিভাগে। তাদের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। তাদের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।

গাছের মালিক চঞ্চল বলেন, গাছ থেকে দুটি নারিকেল পড়েছিল। তা নিয়ে উভয়পক্ষ কয়েক দফা মারামারি করেছেন। দুই পক্ষেরই অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। আহতরা সবাই চাচাতো ভাই-বোন।

আহত সোনা শেখের স্ত্রী তৃষ্ণা খাতুন বলেন, কুড়ানো নারিকেল চাইতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, দা, কাঁচি দিয়ে কুপিয়ে জখম করেছে। আমি, আমার স্বামী ও সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি।

প্রতিপক্ষের সমছের বিশ্বাস বলেন, সামান্য নারিকেল নিয়ে সকালে একবার মেরেছে। থানায় অভিযোগ দিয়েছি। অভিযোগ দিয়ে বাড়িতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। আমিসহ সন্তানেরা গুরুতর আহত। থানায় মামলা করা হবে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, 
দুইটি নারিকেল নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সকালের ছোট ঘটনায় দুপুরে উভয়পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিকেলে ফের সংঘর্ষে জড়িয়েছেন তারা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।