রায়হান সাপাহার নওগাঁ (প্রতিনিধি)।
”জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শপথ পাঠ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৬ জুলাই সকালে সাপাহার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাজধানীর ওসমানি মিলনায়তন থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ দেশজুড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী লাখো মানুষের সঙ্গে একযোগে শপথ পাঠ করান।
”জুলাই পুনর্জাগরণ” কর্মসূচির মাধ্যমে সমাজকে জবাবদিহিমূলক, ন্যায় ভিত্তিক ও সেবাধর্মী হিসেবে গড়ে তুলতে সচেতনতা সৃষ্টি, তরুণদের উদ্বুদ্ধকরণ এবং সরকারি সেবা কার্যক্রমের প্রসারে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাপাহার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠানে কিশোর – কিশোরী ক্লাবের সদস্য, সমাজসেবা বিভাগের বিভিন্ন উপকারভোগী, সাপাহার মুক্ত স্কাউটের সদস্য, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সারা দেশের ন্যায় সাপাহারেও এ কর্মসূচি সফলভাবে উদযাপিত হয়েছে।