ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে ইউপি সদস্যর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ জুলাইয়ে সামাজিক জাগরণের প্রত্যয়: কালীগঞ্জে শপথ গ্রহণ নান্দাইলে পালিত “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” গ্রহাণ অনুষ্ঠান। বিএনপি প্রত্যোকটি পরিবারকে সাবলম্বী করতে কাজ করে যাবে : মিফতাহ্ সিদ্দিকী নাইক্ষ্যংছড়ি সিমাস্তে মিয়ানমারের অভ্যান্তরে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। রাজশাহীতে প্রতারক মোস্তাফিজের বিচার দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন-মা ছেলে গ্রেফতার।  পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী সানমুন, গ্রেফতার না হওয়ায় শংকিত গোদনাইলবাসী। বিরামপুরে খানপুর কারামতিয়া দাখিল মাদ্রাসায় সংবর্ধনা সভা। হত্যার ১৬ দিন কেটে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আসামীরা

দৌলতপুরে মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোয় এক কৃষককে হত্যার অভিযোগ করেছে তার মা

দৌলতপুরে মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোয় এক কৃষককে হত্যার অভিযোগ করেছে তার মা

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোয় আরিফ আলী (৩০) নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিহত আরিফ আলী উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ আলীর ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি এর আগে সীমান্ত এলাকায় মাদক বহনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনাটিকে সড়ক দুর্ঘটনার রূপ দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।


নিহতের মা অভিযোগে উল্লেখ করেন, 
এলাকার চিহ্নিত দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ী টুকন (৩২) ও বিলা (৪০) দীর্ঘদিন ধরে আরিফকে তাদের সঙ্গে মাদক পরিবহনে বাধ্য করার চেষ্টা করছিলেন। রাজি না হওয়ায় তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুকন ও বিলা আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আরিফ আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের পাশের একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, আরিফের মাথায় গভীর জখম, চোখে ফোলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা তার উপর নৃশংস হামলার প্রমাণ বহন করে।

নিহতের দুলাভাই বজলু রহমান বলেন, “আরিফকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা অভিযুক্তদের আটক করে পুলিশে দিয়েছি। লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে নেওয়া হয়েছে। ”

নিহতের মা হাসিনা খাতুন বলেন, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এরপর হত্যার ঘটনা চাপা দিতে মিথ্যা সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, বিষয়টি তদন্তাধীন।তদন্তের পরই বিস্তারিত বলা সম্ভব হবে।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

তানোরে ইউপি সদস্যর পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

দৌলতপুরে মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোয় এক কৃষককে হত্যার অভিযোগ করেছে তার মা

আপডেট সময় ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক পরিবহনে অস্বীকৃতি জানানোয় আরিফ আলী (৩০) নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে নিহতের মা হাসিনা খাতুন দৌলতপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিহত আরিফ আলী উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের মুর্শিদ আলীর ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি এর আগে সীমান্ত এলাকায় মাদক বহনের শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনাটিকে সড়ক দুর্ঘটনার রূপ দেওয়ার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার দাবি করেছে, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।


নিহতের মা অভিযোগে উল্লেখ করেন, 
এলাকার চিহ্নিত দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ী টুকন (৩২) ও বিলা (৪০) দীর্ঘদিন ধরে আরিফকে তাদের সঙ্গে মাদক পরিবহনে বাধ্য করার চেষ্টা করছিলেন। রাজি না হওয়ায় তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টুকন ও বিলা আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আরিফ আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের পাশের একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, আরিফের মাথায় গভীর জখম, চোখে ফোলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা তার উপর নৃশংস হামলার প্রমাণ বহন করে।

নিহতের দুলাভাই বজলু রহমান বলেন, “আরিফকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে। আমরা অভিযুক্তদের আটক করে পুলিশে দিয়েছি। লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে নেওয়া হয়েছে। ”

নিহতের মা হাসিনা খাতুন বলেন, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এরপর হত্যার ঘটনা চাপা দিতে মিথ্যা সড়ক দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে।”

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, বিষয়টি তদন্তাধীন।তদন্তের পরই বিস্তারিত বলা সম্ভব হবে।