মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়।
গতকাল ২৪ মে (শনিবার) এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ১৩ টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন।
উপজেলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে উপজেলার ১৩ টি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেন। এতে ২৫ বান্ডেল ঢেউটিন এবং ৭৫০০০/- (বান্ডেল প্রতি ৩০০০/-) টাকার চেক বিতরণ করা হয়।
এতে অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।