মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের
তাল্লুকপাড়া এলাকায় আমেনা খাতুন (২৬) নামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ মে (শনিবার) ভোর রাতে তার মৃত্যু হয়। আমেনা খাতুন উপজেলার চান্দলা তাল্লুক পাড়া এলাকায় জাহানারা মঞ্জীলে ভাড়া বাসায় স্বামীর সাথে বসবাস করতো। মৃত আমেনা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কচুদাইন গ্রামের মোঃ দুলাল মিয়ার স্ত্রী । তাদের ২ বছর বয়সী আরিফুল নামে এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্বামী মোঃ দুলাল মিয়া জানান, আমি ৩ বছর পূর্বে একই উপজেলার মানিকপুর গ্রামে আমেনা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ঘটনার দিন রাত ১১ টায় আমার স্ত্রী মোসাঃ আমেনা আক্তার পারিবারিক কলহের জের ধরে আমার ভাড়াবাড়ির আমড়া গাছের ঢালার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টাকরে। বাড়ীর লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।
তার অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগে ডাক্তার অরুপ সিংহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ বাড়িতে নিয়ে আসলে (ভাড়া বাসায়) খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ আবদুস সবুর সঙ্গীয় ফোর্স সহ নিহতের লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে, লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ২৪ মে ভোর রাতে নিহতের লাশ চান্দলা তালুকপাড়া জাহানারা মন্জীল থেকে উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।