মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা চারিপাড়া গ্রামে গতকাল শনিবার (২৫ মে) সকালে পূর্ব শত্রুতার জের ধরে আজারুল ইসলাম ও তার স্ত্রী রুবি আক্তারকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তারা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।
হাসপাতালে থাকা আহত আজারুল ইসলাম জানান, হামলাকারীরা আমরা একই বাড়ির লোক। দীর্ঘ তিন বছর যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মামলা চলছিল তাদের সাথে।
সে সূত্র ধরে ঘটনা দিন সকালে পূর্ব পরিকল্পিতভাবে মৃত্যু ইসমাইল হোসেন এর ছেলে নুরুল ইসলাম তাহার মেয়ে সাদিয়া ইসলাম, সিদলাই গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহাগ মিয়া তার বাবা আব্দুল খালেক, নুরুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম তাহার মেয়ে ফারজানা ইসলাম সহ অজ্ঞাতনামা ৩-৪ জন ঘটনা দিন সকালে পরিকল্পিতভাবে আমার ক্রয়কৃত জায়গার মধ্যে বিভিন্ন জাতের ৪/৫ টি গাছ কাটছে।
আমি তাদেরকে বাধা দিলে উপরোক্ত সকলে আমাকে ও আমার স্ত্রী রুবি আক্তারকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়া আহত করে। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।