ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিজলায় ৬টি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আগমন: পরিদর্শনে যাচ্ছেন মৌলবির হাট লঞ্চ ঘাট বরিশালের হত্যা মামলার আসামী ঢাকা থেকে আটক। ময়নামতি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল ১১% ডেলিগেট থাকায় ঘোষনা হয়নি কমিটি! রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ  গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালতি। র‌্যাব কর্মকর্তা পলাশের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন-স্ত্রী সুস্মিতার বিচারের দাবী গোপালগঞ্জ বাসীর।  অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহীন কে গ্রেফতার করেছে র‌্যাব। ২৮৮ বোতল ফেনসিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। দেবীগঞ্জে স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু গনহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না- নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের হুঁশিয়ারি।

গৌরনদীর (সরিকল) রাস্তার দুপাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি চলাচলে দুর্ভোগ

গৌরনদীর (সরিকল) রাস্তার দুপাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি চলাচলে দুর্ভোগ

 

গৌরনদি প্রতিনিধিঃ গৌরনদী উপজোলার সরিকল ইউনিয়নের সরিকল থেকে ঢাকা – বরিশাল মহাসড়কে যেতে ব্যাস্তময় এই সরিকলের সড়কটি প্রতিদিন ব্যাবহার করছেন পূর্ব এলাকার কয়েক হাজার মানুষ। এ রাস্তা পারিদিয়ে ঢাকা, – বরিশাল সহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করছেন এ সকল এলাকার লোকজন।

কিন্তুু দীর্ঘদিন যাবৎ একশ্রেনীর কতিপয় সুবিধা ভোগি স্বার্থান্বেশি  এলাকার লোকজন নিজদের ব্যাবসার সুবিধার্থে পাকা সড়কের দু-পাশে সারিবদ্ধ ভাবে গাছ বোঝাই করে ট্রাক থামিয়ে দিনভর গাছ উঠানামা করে জন চলাচলের যেমনি বিঘ্ন ঘটাচ্ছেন তেমনি সড়কে ধারনকৃতর চেয়ে অতিরিক্ত গাছ ট্রাকে তোলার কারনে সরকারের অর্থায়নে নির্মীত কুটিকুটি টাকা ব্যায়ে সরকটি অচিরেই ধংশের দার প্রন্তে পৌছে দিচ্ছেন।

এ ছারাও পাকা রাস্তার দু- পাশে গাছ ফেলে রাখা ও উঠানামার কারনে রাস্তটি বিভিন্ন যায়গা থেকে উপছে পরার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভিন্নদিকে চুরি ডাকাতি বা ভয়াবহ দূর্যোগ পরিস্থিতিতে প্রশানের গাড়ি বা কখোনো আগুন নিবারনের কাজে ব্যাবহৃত ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তার দুপাশে গাছ ফেলে রাখার কারনে সু- নিদিষ্ট সময় ঢুকতে না পারায় ঝুকিতে পরতে হচ্ছে ওই এলাকার ভুক্তভোগী  লোকজনের।

কখোনো আবার রাস্তা পারিদিতে হতাহতের ঘটনা সহ কাউকে পঙ্গুত্ব বা চীরবিদায় নেওয়ার ঘটনা ঘটছে। এ ছারাও কখনো আবার নিদিষ্ট গন্তব্য স্থানে পৌছাতে ঘন্টারপর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে।

তাই এ সকল এলাকার (সরিকল থেকে চন্দ্রহার,) পর্যন্ত রাস্তার দু-পাশের গাছ গুলি অতিদ্রিত সরিয়ে ফেলে রাস্তা অপসারণ সহ জন চলাচলে সুবিধা ও বাকি জীবনে পঙ্গুত্বর গ্লানি চীর বিদায় থেকে চীর মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই এলাকার ভুক্তভোগী সহ সাধারণ মানুষ।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

হিজলায় ৬টি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের আগমন: পরিদর্শনে যাচ্ছেন মৌলবির হাট লঞ্চ ঘাট

গৌরনদীর (সরিকল) রাস্তার দুপাশে গাছ রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি চলাচলে দুর্ভোগ

আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

 

গৌরনদি প্রতিনিধিঃ গৌরনদী উপজোলার সরিকল ইউনিয়নের সরিকল থেকে ঢাকা – বরিশাল মহাসড়কে যেতে ব্যাস্তময় এই সরিকলের সড়কটি প্রতিদিন ব্যাবহার করছেন পূর্ব এলাকার কয়েক হাজার মানুষ। এ রাস্তা পারিদিয়ে ঢাকা, – বরিশাল সহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করছেন এ সকল এলাকার লোকজন।

কিন্তুু দীর্ঘদিন যাবৎ একশ্রেনীর কতিপয় সুবিধা ভোগি স্বার্থান্বেশি  এলাকার লোকজন নিজদের ব্যাবসার সুবিধার্থে পাকা সড়কের দু-পাশে সারিবদ্ধ ভাবে গাছ বোঝাই করে ট্রাক থামিয়ে দিনভর গাছ উঠানামা করে জন চলাচলের যেমনি বিঘ্ন ঘটাচ্ছেন তেমনি সড়কে ধারনকৃতর চেয়ে অতিরিক্ত গাছ ট্রাকে তোলার কারনে সরকারের অর্থায়নে নির্মীত কুটিকুটি টাকা ব্যায়ে সরকটি অচিরেই ধংশের দার প্রন্তে পৌছে দিচ্ছেন।

এ ছারাও পাকা রাস্তার দু- পাশে গাছ ফেলে রাখা ও উঠানামার কারনে রাস্তটি বিভিন্ন যায়গা থেকে উপছে পরার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভিন্নদিকে চুরি ডাকাতি বা ভয়াবহ দূর্যোগ পরিস্থিতিতে প্রশানের গাড়ি বা কখোনো আগুন নিবারনের কাজে ব্যাবহৃত ফায়ার সার্ভিসের গাড়ি রাস্তার দুপাশে গাছ ফেলে রাখার কারনে সু- নিদিষ্ট সময় ঢুকতে না পারায় ঝুকিতে পরতে হচ্ছে ওই এলাকার ভুক্তভোগী  লোকজনের।

কখোনো আবার রাস্তা পারিদিতে হতাহতের ঘটনা সহ কাউকে পঙ্গুত্ব বা চীরবিদায় নেওয়ার ঘটনা ঘটছে। এ ছারাও কখনো আবার নিদিষ্ট গন্তব্য স্থানে পৌছাতে ঘন্টারপর ঘন্টা দাড়িয়ে থাকতে হচ্ছে।

তাই এ সকল এলাকার (সরিকল থেকে চন্দ্রহার,) পর্যন্ত রাস্তার দু-পাশের গাছ গুলি অতিদ্রিত সরিয়ে ফেলে রাস্তা অপসারণ সহ জন চলাচলে সুবিধা ও বাকি জীবনে পঙ্গুত্বর গ্লানি চীর বিদায় থেকে চীর মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ওই এলাকার ভুক্তভোগী সহ সাধারণ মানুষ।