ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ  জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫০ বছর পর ভুমি ফিরে পেলেন এক প্রবাসী পরিবার। সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য সালাউদ্দিনসহ তার ০২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন হিজলায় সুশীল সমাজ ও মৎস্যজীবীদের নিয়ে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বানারীপাড়ায় কোডেকের উদ্যোগে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ 

রাবির সাবেক উপ-উপাচার্যের নামে  বিস্ফোরক মামলা 

রাবির সাবেক উপ-উপাচার্যের নামে  বিস্ফোরক মামলা 

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা- সহ ১৪৮জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক মামলা করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

গত ১২ মে (সোমবার) বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ মোস্তাক আহমেদ। গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর জখম, দলবদ্ধভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্য এবং ককটেল বিস্ফোরণ আইনে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী হলেন, সিজান (৩২), বৈষম্যবিরোধী আন্দোলনে একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি রাজশাহীর শাহ মাখদুম থানার পবা পাড়ার মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিনের সন্তান।

এদিকে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-২ আসনের এমপি শফিকুর রহমান বাদশার ছেলে মাহমুদুর রহমান দ্বীপন, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি  গোলাম কিবরিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ- উপাচার্য ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।

মামলার বিষয়ে জানতে চাইলে প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কখনোই ঘটনাস্থালে ছিলাম না। হয়তো আমার প্রতি কারো রাগ থাকতে পারে সেই জায়গা থেকেই মামলায় আমার নামটা দিয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমি কিছুই জানি না।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, গত ১২মে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। আইন অনুযায়ী মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল   

রাবির সাবেক উপ-উপাচার্যের নামে  বিস্ফোরক মামলা 

আপডেট সময় ১০:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা- সহ ১৪৮জন আওয়ামীলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক মামলা করা হয়েছে।
এ মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

গত ১২ মে (সোমবার) বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করা হয়েছে, বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ মোস্তাক আহমেদ। গুলি বর্ষণ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুত্বর জখম, দলবদ্ধভাবে পথরোধ করে হত্যার উদ্দেশ্য এবং ককটেল বিস্ফোরণ আইনে মামলাটি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার বাদী হলেন, সিজান (৩২), বৈষম্যবিরোধী আন্দোলনে একজন সক্রিয় আন্দোলনকারী। তিনি রাজশাহীর শাহ মাখদুম থানার পবা পাড়ার মো. সুলতান সরদার ও মোসা. রেহেনা পারভিনের সন্তান।

এদিকে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী-২ আসনের এমপি শফিকুর রহমান বাদশার ছেলে মাহমুদুর রহমান দ্বীপন, রাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি  গোলাম কিবরিয়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ- উপাচার্য ও বর্তমান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।

মামলার বিষয়ে জানতে চাইলে প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কখনোই ঘটনাস্থালে ছিলাম না। হয়তো আমার প্রতি কারো রাগ থাকতে পারে সেই জায়গা থেকেই মামলায় আমার নামটা দিয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে আমি কিছুই জানি না।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, গত ১২মে মামলাটি রেকর্ড করা হয়েছে। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। আইন অনুযায়ী মামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।