হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় সুশীল সমাজ ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে রাত ৯টায় হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ সভার আয়োজন করে হিজলা থানা নৌ পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইলিয়াস সিকদার। উপস্থিত ছিলেন, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান, হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এবং নৌ পুলিশের ইনচার্জ অহিদুজ্জামান।
এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, সদস্য সচিব আমির বাঘা, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় হিজলার সুশীল সমাজের প্রতিনিধি, জেলে সম্প্রদায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মতবিনিময় সভায় নদী নিরাপত্তা, অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া। অবৈধ মাছ ধরার প্রতিরোধ, ঈদের সময়ে নৌপথে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।