ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল    বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ  জগন্নাথপুরে আদালতের নির্দেশে ৫০ বছর পর ভুমি ফিরে পেলেন এক প্রবাসী পরিবার। সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য সালাউদ্দিনসহ তার ০২ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন হিজলায় সুশীল সমাজ ও মৎস্যজীবীদের নিয়ে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বানারীপাড়ায় কোডেকের উদ্যোগে স্কুল পর্যায়ে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল- সহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জের চোর  শহিদ 

কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

 

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম এলাকায় পরিবেশ দূষণ ও মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

অভিযানে ৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ (২) ধারায় একটি মামলায় কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মো. আজমত আলীকে (৬৫) অনুমোদনহীন ইট ভাঙ্গার মেশিন পরিচালনা করে বায়ু দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় করা দুইটি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ১ মাস এবং অপরজনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উভয়কে ১০০ টাকা করে ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন, থানা উপ-পরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি জানান, শীতলক্ষ্যা নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলো অগ্রাহ্য করে একটি প্রভাবশালী মহল বেআইনিভাবে ইট, বালু ও খোয়ার ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে পরিবেশ ও সমাজ বিরোধী কার্যক্রম দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির সভায় হট্টগোল   

কালীগঞ্জে পরিবেশ ও মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

 

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িসোম এলাকায় পরিবেশ দূষণ ও মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

অভিযানে ৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫ (২) ধারায় একটি মামলায় কালীগঞ্জ পৌরসভার দড়িসোম গ্রামের মো. আজমত আলীকে (৬৫) অনুমোদনহীন ইট ভাঙ্গার মেশিন পরিচালনা করে বায়ু দূষণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।


একই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় করা দুইটি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে ১ মাস এবং অপরজনকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও উভয়কে ১০০ টাকা করে ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. মকবুল হোসেন, কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন, থানা উপ-পরিদর্শক (এসআই) শান্তি চন্দ্র দাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি জানান, শীতলক্ষ্যা নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলো অগ্রাহ্য করে একটি প্রভাবশালী মহল বেআইনিভাবে ইট, বালু ও খোয়ার ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে এবং অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে পরিবেশ ও সমাজ বিরোধী কার্যক্রম দমনে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।