জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় নকল ও ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে “পলিন কসমেটিকস এন্ড হারবাল প্রোডাক্টস” নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৮ মে রবিবার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে নকলা পৌরসভার ধুকুরিয়া মহল্লায় ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার জানান, নকলা উপজেলার উরফা ইউনিয়নের লয়খা গ্রামের আনোয়ার হোসেন পলিন ওই কারখানায় দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল কসমেটিকস পণ্য উৎপাদন এবং তা বাজারজাত করে আসছেন এমন অভিযোগের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই কারখানায় ৪৪টি কসমেটিকস পণ্য উৎপাদন এবং তার মধ্যে ২৭টি বাজারজাতকরণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মালিক পক্ষ কারখানা ও কারখানায় উৎপাদিত পণ্যের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এব্যাপারে কথা বলার জন্য কারখানার মালিককে খুঁজে পাওয়া যায়নি।