মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রেসক্লাব দখল মামলা আসামি পুট্ট বাবুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সাংবাদিকরা। সোমবার (৭ জুলাই) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। আটক পুট্ট বাবু রাজশাহী নগরীর বড়কুঠি এলাকার বাসিন্দা এবং নবাবজানের ছেলে। তার বিরুদ্ধে প্রেসক্লাব দখল, ভাংচুর-লুটপাটসহ ছিনতাই, ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাÐের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, জুলু যখন সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে রাজশাহী প্রেসক্লাব দখলে রেখেছিলেন, তখন ক্লাবেই দেশীয় অস্ত্র চালনা ও ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ চলতো। পুট্ট বাবু ছিল সেই প্রশিক্ষণের অন্যতম সক্রিয় সহযোগী ও অস্ত্র বহনকারী। আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী, সদস্য রাজিব আলী রাতুল, শামসুল ইসলাম, হুমায়ুন কবীর, সান্ত, হিরো-সহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে গত ২৬ আগস্ট রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমানকে ক্লাব থেকে বের করে দেয়া হয়েছিল।
কিছু সাংবাদিক ক্লাবের দখল নিয়ে তারা আহ্ধসঢ়;বায়ক কমিটি ঘোষণা করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি এবং পরবর্তীতে কমিটি পুণর্গঠন করা হয়েছিল। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলু। তার বিরুদ্ধে হত্যাসহ ১৫ মামলাটি মামলা রয়েছে। প্রেসক্লাব দখলের ঘটনায় জুলু অন্যতম প্রধান আসামি। তাকে গত ৩ জুলাই গ্রেফতার করেছে সেনাবাহিনী।