ঢাকা , বুধবার, ১৮ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব পাচার মামলার আসামী শওকত যশোরের বাঘারপাড়ায় র‌্যাব কর্তৃক গ্রেফতার। ময়মনসিংহ নগরীর রহমতপুরে শব্দদুষণ করায় ৩ টি গাড়িত ৪০০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যা  সাপাহারে সীমান্তে টিকটক করতে গিয়ে দুজন ছাত্র আটক। উল্লাপাড়ায় জামায়াতের কর্মীসভায় নিষিদ্ধ সংগঠনের নেতা তানোর গোল্লাপাড়া বাজারে অভিনব কায়দায় এক রাতে ৫ দোকানে চুরি মাসুদ খানকে ভরপাশার ৫নং ওয়ার্ডে সভাপতি পদে দেখতে চায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা”নব্য বিএনপির মাথা নস্ট! পিরোজপুরের না‌জিরপু‌রে জমি দখল করে চলছে অবৈধ গ্যাস কারখানা পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়া হত্যার জড়িত প্রমান করাতে পারলে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করলেন সরোয়ার জাহান মানিক। 

জগন্নাথপুরের জগদীশপুর বড়খালের ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি

জগন্নাথপুরের জগদীশপুর বড়খালের ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি

 

মাসুম আহমদ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল জগদীশপুর বড়খালের সেতু। ২০২২ সালের ভয়াবহ বন্যায় এই সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ।

এই সেতুটিই জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, গলাখাল, কামারখাল, কান্দারগাঁও, কাদিপুর, নোয়াগাঁও, তেলিকোনাসহ আশপাশের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার বহু গ্রামের মানুষের জগন্নাথপুর উপজেলা সদর এবং সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রধান মাধ্যম।

বন্যার স্রোতে সেতুর পিলার দেবে গেছে এবং এপ্রোচ সড়ক ধসে যাওয়ায় বর্তমানে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবুও বিকল্প কোনো পথ না থাকায় মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট যানবাহন, এমনকি পায়ে হেঁটে পার হচ্ছেন এই বিপজ্জনক সেতু দিয়ে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীর আশঙ্কা- যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তারা জানান, এলজিইডি’র আওতাধীন এই সেতুটি বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, আমাদের জীবন যেন সেতুর ওপরে ঝুলে আছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী ভ্যান, কৃষক, ব্যবসায়ী সবাইকে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।


এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন, 
এলজিইডি ও উপজেলা প্রশাসনের প্রতি, যেন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি শুধু একটি অবকাঠামো নয়, অর্ধলক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সেতু।


জগন্নাথপুর এলজিইডি অফিসার সোহরাব হোসেন বলেন,
 ইতিমধ্যে জগদীশপুর বড়খালের নব নির্মিতব্য সেতুর টেন্ডার হয়েছে। আশা করা যায়, যথা সম্ভব দ্রুত সেতুর কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল না করার জন্য সবাইকে সতর্কতা জানিয়ে সেতুর সম্মুখে সাইনবোর্ড বসানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

মানব পাচার মামলার আসামী শওকত যশোরের বাঘারপাড়ায় র‌্যাব কর্তৃক গ্রেফতার।

জগন্নাথপুরের জগদীশপুর বড়খালের ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি

আপডেট সময় ১২:১৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

মাসুম আহমদ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল জগদীশপুর বড়খালের সেতু। ২০২২ সালের ভয়াবহ বন্যায় এই সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ তিন বছর পেরিয়ে গেলেও এখনো সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ।

এই সেতুটিই জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, গলাখাল, কামারখাল, কান্দারগাঁও, কাদিপুর, নোয়াগাঁও, তেলিকোনাসহ আশপাশের শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার বহু গ্রামের মানুষের জগন্নাথপুর উপজেলা সদর এবং সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রধান মাধ্যম।

বন্যার স্রোতে সেতুর পিলার দেবে গেছে এবং এপ্রোচ সড়ক ধসে যাওয়ায় বর্তমানে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবুও বিকল্প কোনো পথ না থাকায় মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট যানবাহন, এমনকি পায়ে হেঁটে পার হচ্ছেন এই বিপজ্জনক সেতু দিয়ে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এলাকাবাসীর আশঙ্কা- যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করা হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তারা জানান, এলজিইডি’র আওতাধীন এই সেতুটি বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, আমাদের জীবন যেন সেতুর ওপরে ঝুলে আছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী ভ্যান, কৃষক, ব্যবসায়ী সবাইকে এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।


এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন, 
এলজিইডি ও উপজেলা প্রশাসনের প্রতি, যেন অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই সেতু পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি শুধু একটি অবকাঠামো নয়, অর্ধলক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সেতু।


জগন্নাথপুর এলজিইডি অফিসার সোহরাব হোসেন বলেন,
 ইতিমধ্যে জগদীশপুর বড়খালের নব নির্মিতব্য সেতুর টেন্ডার হয়েছে। আশা করা যায়, যথা সম্ভব দ্রুত সেতুর কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল না করার জন্য সবাইকে সতর্কতা জানিয়ে সেতুর সম্মুখে সাইনবোর্ড বসানো হয়েছে।