মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের জামাদারপাড়া গ্রামে মসজিদের নামে রেকর্ডভুক্ত খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে ওই জমিতে অবৈধভাবে বসবাস করছিলেন তিন ব্যক্তি। মঙ্গলবার (আজ) দুপুরে সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে ১২ শতক জমি উদ্ধার করে মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত জমিটি সোনারবান ৮ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত, যা জামাদারপাড়া জামে মসজিদের নামে রেকর্ডভুক্ত। দীর্ঘদিন ধরে মৃত তফিজ উদ্দিনের তিন ছেলে-খলিল মিয়া, মজনু মিয়া ও ফয়জুল হক-এই জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন। স্থানীয়ভাবে বারবার অনুরোধ ও সালিশের পরও তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে এলাকাবাসী উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করলে তদন্ত শেষে একাধিকবার বসতবাড়ি সরাতে নির্দেশ দিলেও তারা মানেননি। অবশেষে প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করে দুইটি অবৈধ বসতবাড়ি ও পাঁচটি ঘর উচ্ছেদ করে জমি উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, মসজিদের মুসল্লি ও গণমাধ্যমকর্মীরা।
সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, সরকারি জমি রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি। জনগণের আবেদন ও সরকারি নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জমিটি মসজিদের নামে রেকর্ডভুক্ত থাকায় এখন তা প্রকৃত মালিক, অর্থাৎ মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বহু বছর পর তাদের প্রিয় মসজিদের জমি উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।