লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকাপ ভ্যান চালক লিটন মিয়া নিহত হন।ৎলিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিবহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৩৪) ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান এর মধ্যে (ঢাকা মেট্রো ন ১৯-৭৩২৪) ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, হাইওয়ে ওসি।