মোঃ অপু খান চৌধুরী : ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে সেমিনার ও আপনজন সম্মাননা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১ মে সকালে কান্দিরপাড় হোটেল গোল্ডেন স্পুনের কনভেনশন হলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ডাক্তার মোঃ আতাউর রহমান জসীম এর সূচনা বক্তব্যের মাধমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোশারফ হোসেন খান চৌধুরী, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবদুল্লা আল হাসান, ডাক্তার দিলরুবা আক্তার, ডাঃ মুহাম্মদ শাহ আলম, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ, ডাক্তার মোহাম্মাদ জহির উদ্দিন কিডনি বিশেষজ্ঞ।
অনান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ আলমগীর হোমেন, অধ্যক্ষ খলিল রহমান আখন্দ, বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার মোঃ আবদুল হান্নান, উপাধ্যক্ষ জামাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান শেষে ডায়াবেটিক সমিতি ব্রাহ্মণপাড়ার ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আপনজন সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের জয়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে হজ্ব ও ভ্রমনে ডায়াবেটিক রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।