মোঃ অপু খান চৌধুরী : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেল সরকার (৩৫) নামে এজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। গতকাল ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলার চান্দলা খামাচাড়া গ্রামে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটা ও বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা খামাচাড়ায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ও ১৫ (১) ধারায় ভেকুর মালিক সিদলাই গ্রামের মৃত শুক্কুর সরকারের ছেলে রুবেল সরকারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অবৈধ এ সকল মাটি ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করেন।