ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর রাজধানীর লালবাগে র‌্যাব কর্তৃক গ্রেফতার। ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন মঠবাড়িয়ায় মাদক সেবনে বাঁধা দেয়ায় কিশোর গ্যাংয়ের ছুরাকাঘাতে দাখিল পরীক্ষার্থী ক্ষতবিক্ষত মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজা সহ ব্যবসায়ী মোঃ বাবু ওরফে টান্নু সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আবদুল কাইয়ূম  সিলেটের দক্ষিণ সুরমায় জামায়াতের গণসংযোগ পক্ষ ও পথসভা অনুষ্ঠিত  কাউখালীতে শ্রী গুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের কমিটি বিলুপ্ত  ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থান ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কেরাণীগঞ্জের হত্যা মামলার আসামী পারভেজ  র‌্যাব কর্তৃক রাজধানীর সদরঘাট হতে গ্রেফতার। বদরগঞ্জে গ্রামেও ইসরায়েল ভারতের বিরুদ্ধে বিক্ষোভ। পন্য বয়কটের আহবান ।  

ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে গৌরীপুরে দোকানে দোকানে লুট!

ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে গৌরীপুরে দোকানে দোকানে লুট!

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বর্জন বর্জন’ স্লোগান দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৩ এপ্রিল) বিকেলে দোকানে দোকানে প্রকাশ্যে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বালুয়াপাড়া মোড়ে লুটপাটের সময় দু’টি গাড়ি ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৩ থেকে ২০ বছর বয়সের ২৫-৩০জন শিশু-তরুণ ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে প্রথমে গৌরীপুর শহরে বিক্ষোভ মিছিল করে। এরপর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে ইসরায়েলি পানীয় আছে-কি-না দোকানে ঢুকে চেক করে। পৌর শহরের শহিদ হারুণ পার্ক এলাকায় শিব শ্যাম প্রসাধনী দোকানে এসে কোকাকোলা পানীয় পেয়ে রাস্তায় ছুঁড়ে মারে এবং কিছু বোতল লুট করে নিয়ে যায়।

দোকানের মালিক মানব কুমার ঘোষ জানান, ৩০-৩৫জন একযোগে দোকানে ঢুকে মালামাল তছনছ করে। কোকাকোলার সাথে দোকানের অন্যান্য মালামালও বিনষ্ট করে। এরপরে পাটবাজার এলাকায় দু’টি দোকানেও তল্লাশী চালায়। বর্জন,বয়কট নানা স্লোগান দিয়ে মিছিল থানার সামনে দিয়ে চলে যায়। কালীপুর মধ্যম তরফ এলাকায় মেধা জেনারেল স্টোরে গিয়ে ওরা হামলা চালায়। দোকানের স্প্রিড, মেজো, সাদা পানিসহ বিভিন্ন পানি রাস্তায় ছুঁড়ে মারে। দোকানের কয়েক কার্টুন কোমল পানীয় বোতল নিয়ে যায়।

দোকান মালিক মাজহারুল ইসলাম বাচ্চু জানায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় এক লাখ টাকা মালামাল নষ্ট ও লুট করে নিয়ে যায়। পরে শহরের বালুয়াপাড়া মোড়ে গিয়ে হামীম স্টোরে হরিলুট করে। একযোগে দোকানের বিস্কুট, কেক, ফ্রিজের সকল পানীয় বস্তায় ভরে নিয়ে যায়। কিছু কোমল পানির বোতল রাস্তায় ছুঁড়ে মারে। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্সে টাকা লুটে নেয়।

দোকান মালিক সদরুল আমিন মাসুদ জানায়, ২০-২৫জন একসাথে দোকানে ঢুকে পড়ে। এদের মধ্যে দু’জন ক্যাশবাক্স থেকে টাকার বান্ডিল নিতে চাইলে আমি বাঁধা দেই। ওদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এক লাখ টাকার একটি বান্ডিল রাখতে পারলেও ২টি বান্ডিল ও ক্যাশবাক্সে রক্ষিত দৈনন্দিন বিক্রির টাকাও নিয়ে যায়। এছাড়াও দোকানের বিস্কুট, কেক ও পানীয় বোতল প্রায় ৬০হাজার টাকার মাল লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শাহগঞ্জের আবুল হাসিম জানান, কিশোর গ্যাংয়ের তাণ্ডবে রাস্তার যানবাহন ভাংচুরের শিকার হয়েছে। তার অটোরিকশার গ্লাস ভেঙে ফেলে।

সাংবাদিক শামীম খান জানান, কোকাকোলার বোতল ছুঁড়ে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলেছে।

রামগোপালপুরের আশরাফুল ইসলাম জানান, তিনি যে অটোতে ছিলেন, সেই অটোগাড়িতে থাকা একটি শিশুর শরীরে বোতল ছুঁড়ে মারায় সে আহত হয়।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর রাজধানীর লালবাগে র‌্যাব কর্তৃক গ্রেফতার।

ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে গৌরীপুরে দোকানে দোকানে লুট!

আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
‘ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বর্জন বর্জন’ স্লোগান দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৩ এপ্রিল) বিকেলে দোকানে দোকানে প্রকাশ্যে লুটপাট ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। বালুয়াপাড়া মোড়ে লুটপাটের সময় দু’টি গাড়ি ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৩ থেকে ২০ বছর বয়সের ২৫-৩০জন শিশু-তরুণ ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান দিয়ে প্রথমে গৌরীপুর শহরে বিক্ষোভ মিছিল করে। এরপর শহরের মধ্যবাজারে কয়েকটি দোকানে ইসরায়েলি পানীয় আছে-কি-না দোকানে ঢুকে চেক করে। পৌর শহরের শহিদ হারুণ পার্ক এলাকায় শিব শ্যাম প্রসাধনী দোকানে এসে কোকাকোলা পানীয় পেয়ে রাস্তায় ছুঁড়ে মারে এবং কিছু বোতল লুট করে নিয়ে যায়।

দোকানের মালিক মানব কুমার ঘোষ জানান, ৩০-৩৫জন একযোগে দোকানে ঢুকে মালামাল তছনছ করে। কোকাকোলার সাথে দোকানের অন্যান্য মালামালও বিনষ্ট করে। এরপরে পাটবাজার এলাকায় দু’টি দোকানেও তল্লাশী চালায়। বর্জন,বয়কট নানা স্লোগান দিয়ে মিছিল থানার সামনে দিয়ে চলে যায়। কালীপুর মধ্যম তরফ এলাকায় মেধা জেনারেল স্টোরে গিয়ে ওরা হামলা চালায়। দোকানের স্প্রিড, মেজো, সাদা পানিসহ বিভিন্ন পানি রাস্তায় ছুঁড়ে মারে। দোকানের কয়েক কার্টুন কোমল পানীয় বোতল নিয়ে যায়।

দোকান মালিক মাজহারুল ইসলাম বাচ্চু জানায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় এক লাখ টাকা মালামাল নষ্ট ও লুট করে নিয়ে যায়। পরে শহরের বালুয়াপাড়া মোড়ে গিয়ে হামীম স্টোরে হরিলুট করে। একযোগে দোকানের বিস্কুট, কেক, ফ্রিজের সকল পানীয় বস্তায় ভরে নিয়ে যায়। কিছু কোমল পানির বোতল রাস্তায় ছুঁড়ে মারে। একপর্যায়ে দোকানের ক্যাশবাক্সে টাকা লুটে নেয়।

দোকান মালিক সদরুল আমিন মাসুদ জানায়, ২০-২৫জন একসাথে দোকানে ঢুকে পড়ে। এদের মধ্যে দু’জন ক্যাশবাক্স থেকে টাকার বান্ডিল নিতে চাইলে আমি বাঁধা দেই। ওদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এক লাখ টাকার একটি বান্ডিল রাখতে পারলেও ২টি বান্ডিল ও ক্যাশবাক্সে রক্ষিত দৈনন্দিন বিক্রির টাকাও নিয়ে যায়। এছাড়াও দোকানের বিস্কুট, কেক ও পানীয় বোতল প্রায় ৬০হাজার টাকার মাল লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শাহগঞ্জের আবুল হাসিম জানান, কিশোর গ্যাংয়ের তাণ্ডবে রাস্তার যানবাহন ভাংচুরের শিকার হয়েছে। তার অটোরিকশার গ্লাস ভেঙে ফেলে।

সাংবাদিক শামীম খান জানান, কোকাকোলার বোতল ছুঁড়ে একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসের গ্লাস ভেঙে ফেলেছে।

রামগোপালপুরের আশরাফুল ইসলাম জানান, তিনি যে অটোতে ছিলেন, সেই অটোগাড়িতে থাকা একটি শিশুর শরীরে বোতল ছুঁড়ে মারায় সে আহত হয়।

এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।