মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়ের প্রসবপূর্ববর্তী প্রসবকালীন ও প্রসবপরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগীতায় অনুষ্ঠিত, সভায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর হাসান জিকু ও সহকারী সার্জন ডাঃ ইয়াছিন হাসিব খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য সচেতনতা সর্ম্পকে দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে ২ শতাধিক রোগীর ফ্রি প্যাথলজিক্যাল পরীক্ষাসহ চিকিৎসা ও প্রয়োজনীয় সরকারী ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় ডাক্তার তানবীর হাসান জিকু উপজেলার সকল গর্ভবতী মায়েদের প্রসবকালীন সময়ে সম্পুর্ণ বিনা খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সিজার করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ষ্টাফ নার্স ফাতেমাতুজ জহুরা, উম্মে কুলসুম, স্টোর কিপার আঃ বারি, মিড ওয়াইফ ইছমত আরা সোহানা, এমটিইপিআই সিদ্দিকুর রহমান, এইচ আই মফিজ উদ্দিন, আবুল কাসেম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জাহাঙ্গীর আলম, মফিজ উদ্দিন, ফকর উদ্দিন খান, স্বাস্থ্য সহকারী আঃ কাদির, মাকসুদা আক্তার, খলিলুর রহমান, জিল্লুর রহমান, ওমর ফারুক, আইরিন ইসলাম, জাকিয়া সুলতানা ও ছাবিনা আক্তার প্রমুখ।