ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ‘বড় অফিসারখ্যাত’ বন প্রহরী বরখাস্ত! রায়গঞ্জের কাঁচা সড়কে ভোগান্তি চরমে স্ক্রিনশট ভাইরাল, কুবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ায় বিজিবি সদস্য গ্রেপ্তার রাজশাহী প্রেসক্লাব দখলকারী পুট্ট বাবু আটক, পুলিশে সোপর্দ  পাহাড়ী ঢলের কারণে প্রতিদিনই বাড়ছে পদ্মা নদীর পানি  ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় মা-বাবাকে কুপিয়ে বাড়ি ছাড়া  থানায় অভিযোগ দিয়ে বিএনপি নেতার হুমকির শিকার অসহায় পিতা- মাতা  স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বিগুণের বেশি খাজনা আদায়ের অভিযোগ এক যুগে পদার্পণ উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা চট্টগ্রামে বোরকা পরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের 

খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের 

নিজস্ব প্রতিবেদক
ভোলার মনপুরা উপজেলায় শখের বসে পালন করা বিষধর গোখরা সাপের কামড়েই মর্মান্তিক মৃত্যু হয়েছে, মোঃ শাকিল (২৫) ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড এর বাসিন্দা খোকন মাঝির ছেলে শাকিল শখের বশে ১ টি খোকরা সাপ পালন করেন ৮ মাস ধরে তার নিজ বাড়িতে। শাকিল পেশায় একজন জেলে। ৮ মাস আগে খোকরা সাপটিকে এক বাড়ির সামনের থেকে ধরে শাকিলের বাসায় নিয়ে আসে। সাপটি প্রায় চার ফুট লাম্বা। ৫ জুলাই (রবিবার) সাপটি নিয়ে ১ নং ওয়ার্ড এর  তালতলা বেড়ির পাসে খেলা করার সময় সন্ধা ৬ টার দিকে তার বাম পায়ের উরুতে কামর বসিয়ে দেয় খোকরা সাপটি। শাকিল তার নিজের মুখ দিয়ে সাপে কাটা অংশ থেকে চুষে চুষে বিষ নামানোর চেষ্টা করে। কিছু টা সুস্থ হয়ে এর পর লালু ওজার কাছে তাকে নিয়ে যায় তার পরিবার। লালু ওজা বিষ নামিয়ে পেলে। বিষ নামানোর পর কিছুটা ভালো হলেও ১ থেকে দেড় ঘন্টা পর তার অবস্থা আশংকা জনক হতে থাকে।

এরপর, খোকরা সাপটি কে ছেড়ে দেয় লালু ওজা। শাকিলের অবস্থা আশংকা জনক দেখে তার পরিবারের লোকজন রাত ১১ টায় তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে এন্ট্রি ভেনম ডোজ দেওয়া হয়। এন্ট্রি ভেনম দেওয়ার পর শাকিল অনেক বার বোমি করতে থাকে। রাত আনুমানিক ৪:১০ মিনিটে মনপুরা হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় তিনি মারা যায়।

মনপুরা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান অনিক এ মৃত্যু কথা নিশ্চিত করেন, এই বিষয়ে মনপুরা থানায় অবহিত করা হয়নি। শাকিলের লাশ এখন তার নিজ বাড়িতে আছে।
আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগে ‘বড় অফিসারখ্যাত’ বন প্রহরী বরখাস্ত!

খোকরা সাপের সাথে বন্ধুত্ব করতে গিয়ে প্রাণ গেলো যুবকের 

আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিবেদক
ভোলার মনপুরা উপজেলায় শখের বসে পালন করা বিষধর গোখরা সাপের কামড়েই মর্মান্তিক মৃত্যু হয়েছে, মোঃ শাকিল (২৫) ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড এর বাসিন্দা খোকন মাঝির ছেলে শাকিল শখের বশে ১ টি খোকরা সাপ পালন করেন ৮ মাস ধরে তার নিজ বাড়িতে। শাকিল পেশায় একজন জেলে। ৮ মাস আগে খোকরা সাপটিকে এক বাড়ির সামনের থেকে ধরে শাকিলের বাসায় নিয়ে আসে। সাপটি প্রায় চার ফুট লাম্বা। ৫ জুলাই (রবিবার) সাপটি নিয়ে ১ নং ওয়ার্ড এর  তালতলা বেড়ির পাসে খেলা করার সময় সন্ধা ৬ টার দিকে তার বাম পায়ের উরুতে কামর বসিয়ে দেয় খোকরা সাপটি। শাকিল তার নিজের মুখ দিয়ে সাপে কাটা অংশ থেকে চুষে চুষে বিষ নামানোর চেষ্টা করে। কিছু টা সুস্থ হয়ে এর পর লালু ওজার কাছে তাকে নিয়ে যায় তার পরিবার। লালু ওজা বিষ নামিয়ে পেলে। বিষ নামানোর পর কিছুটা ভালো হলেও ১ থেকে দেড় ঘন্টা পর তার অবস্থা আশংকা জনক হতে থাকে।

এরপর, খোকরা সাপটি কে ছেড়ে দেয় লালু ওজা। শাকিলের অবস্থা আশংকা জনক দেখে তার পরিবারের লোকজন রাত ১১ টায় তাকে মনপুরা হাসপাতালে নিয়ে আসে। এরপর তাকে এন্ট্রি ভেনম ডোজ দেওয়া হয়। এন্ট্রি ভেনম দেওয়ার পর শাকিল অনেক বার বোমি করতে থাকে। রাত আনুমানিক ৪:১০ মিনিটে মনপুরা হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় তিনি মারা যায়।

মনপুরা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশিকুর রহমান অনিক এ মৃত্যু কথা নিশ্চিত করেন, এই বিষয়ে মনপুরা থানায় অবহিত করা হয়নি। শাকিলের লাশ এখন তার নিজ বাড়িতে আছে।