মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজার থেকে চানপাড়া হয়ে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত দের কিলোমিটার আঞ্চলিক সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে থাকেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গ্রামপাঙ্গাসী চানপাড়া সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর । ফলে যাতায়াতের চরম বিরম্বনার শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। এ এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।
তাছাড়া একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। তখন যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পডে। এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে চানপাড়া হয়ে মিরের দিলমূড়া সয়আনি ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।