ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ‘হারপি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অতীতের মতো বস্তাপঁচা নির্বাচন মেনে নেবে না জামায়াত বিপুল পরিমান গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।  কাজিহাল ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরনের উদ্বোধন মধ্যপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ীঘর ভাংচুর প্রতিপক্ষের হামলায় নারী পুরুষসহ ৬ ব্যক্তি আহত বড়পুকুরিয়া কয়লা খনির ২৭৬ জন কর্মচারী স্থায়ী নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বোচ্চ হারাচ্ছে হাজারো পরিবার।  কুড়িগ্রামের উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ স্থায়ী নিয়োগের দাবীতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ। রাজশাহীতে নাবিল গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

বাগান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চা শ্রমিকদের বিক্ষোভ

তেলিয়াপাড়া চা-বাগানে শ্রমিকদের বিক্ষোভ।

 

স্টাফ রিপোর্টারঃ

ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন ১৩টি বাগানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাগানে চা শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শ্রমিকরা ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি করেছে। বুধবার সকালে শ্রমিকরা তেলিয়াপাড়া চা বাগান ফ্যাক্টরীর কাছে বিক্ষোভ ও মানববন্ধন করে এ দাবি জানায়। পরে তারা কাজে যোগদান করেন।

 

এতে বক্তব্য রাখেন, বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, মহিলা সর্দার বিরেন্দ্র বোনার্জি, মহিলা নেত্রী প্রেম পান তাতীসহ প্রমুখ।

 

শ্রমিকরা জানান, এইচএসএম জিয়াউল আহসান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ার পর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বশীল ভূমিকায় জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, জগদীশপুরসহ দেশের ১৩টি চা-বাগানে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বাগানে তৈরী হয়েছে দুর্নীতিমুক্ত পরিবেশ। চুরি প্রতিরোধ হয়েছে। চায়ের গুণগত মানের উন্নতি হচ্ছে। এসবসহ বিভিন্ন কারণে এনটিসির বাগানগুলো সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। বাগানে শান্ত পরিবেশ বিরাজ করছে। ব্যবস্থাপনা থেকে শুরু করে শ্রমিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহিতা ও কাজের গতি বেড়েছে। এই অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে অতীতে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত একটি মহল আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হুমায়ুন কবির নামের একজনকে দিয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তাবৃন্দ ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে বাগানের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে এগোচ্ছে।

 

শ্রমিকরা জানান, চা বাগানে শৃঙ্খলা ফেরাতে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই বরদাশত করা হবে না। তাই শ্রমিকরা হুমায়ুন কবিরসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

 

পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী বলেন, আমরা শ্রমিকরা চা বাগানকে ভালবেসে পরিশ্রম করে যাচ্ছি। এখানে হুমায়ুন কবির আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সে হুমকি দিয়ে বলেছে, আমার কথা না শুনলে ইউটিউবে তোমাদের মাদক ব্যবসায়ী হিসেবে প্রচার করবো। এমন হুমকির ঘটনায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হুমায়ুনসহ ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে।

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ‘হারপি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগান ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে চা শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন ১৩টি বাগানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাগানে চা শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শ্রমিকরা ষড়যন্ত্রকারীদের শাস্তি দাবি করেছে। বুধবার সকালে শ্রমিকরা তেলিয়াপাড়া চা বাগান ফ্যাক্টরীর কাছে বিক্ষোভ ও মানববন্ধন করে এ দাবি জানায়। পরে তারা কাজে যোগদান করেন।

 

এতে বক্তব্য রাখেন, বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, মহিলা সর্দার বিরেন্দ্র বোনার্জি, মহিলা নেত্রী প্রেম পান তাতীসহ প্রমুখ।

 

শ্রমিকরা জানান, এইচএসএম জিয়াউল আহসান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ার পর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বশীল ভূমিকায় জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, জগদীশপুরসহ দেশের ১৩টি চা-বাগানে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বাগানে তৈরী হয়েছে দুর্নীতিমুক্ত পরিবেশ। চুরি প্রতিরোধ হয়েছে। চায়ের গুণগত মানের উন্নতি হচ্ছে। এসবসহ বিভিন্ন কারণে এনটিসির বাগানগুলো সময়ের সাথে এগিয়ে যাচ্ছে। বাগানে শান্ত পরিবেশ বিরাজ করছে। ব্যবস্থাপনা থেকে শুরু করে শ্রমিক পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে জবাবদিহিতা ও কাজের গতি বেড়েছে। এই অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে অতীতে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত একটি মহল আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হুমায়ুন কবির নামের একজনকে দিয়ে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তাবৃন্দ ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের ফলে বাগানের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে এগোচ্ছে।

 

শ্রমিকরা জানান, চা বাগানে শৃঙ্খলা ফেরাতে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার কোনোভাবেই বরদাশত করা হবে না। তাই শ্রমিকরা হুমায়ুন কবিরসহ ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

 

পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী বলেন, আমরা শ্রমিকরা চা বাগানকে ভালবেসে পরিশ্রম করে যাচ্ছি। এখানে হুমায়ুন কবির আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। সে হুমকি দিয়ে বলেছে, আমার কথা না শুনলে ইউটিউবে তোমাদের মাদক ব্যবসায়ী হিসেবে প্রচার করবো। এমন হুমকির ঘটনায় শ্রমিকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। হুমায়ুনসহ ষড়যন্ত্রকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে।