ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জেলে নুর ইসলাম  ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র-জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে- ডক্টর হেলাল উদ্দিন বিপুল পরিমান গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। হবিগঞ্জ সদর মডেল থানার সামনে দুই বোনের উপর হামলা  সিদ্ধিরগঞ্জে ডাকাত রাজু গ্রেফতার হলেও অধরা অস্ত্রবাজ সানমুন বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী   জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় সরকারি খালের উপর থেকে অবৈধ দোকান উচ্ছেদ ঢাকায় মহাসমাবেশকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে জামায়াতের মিছিল রাজশাহীতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ইয়াবা-সহ নারী গ্রেফতার

স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের সমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হবে-ড. মু.রেজাউল করিম

স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের সমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হবে-ড. মু.রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক : ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মু.রেজাউল করিম।

তিনি বলেন, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। সমাবেশটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর কাওরান বাজারে হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষ পথ সভায় তিনি এসব কথা বলেন।

ড.মু.রেজাউল করিম বলেন, জনতার এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে অবিলম্বে নির্বাচনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করা। এই সমাবেশের দাবি হচ্চে সকল গণহত্যার বিচার করতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল দল, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিগত দিনে হাজার হাজার মানুষকে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং গোটা যুবক ও ছাত্র সমাজকে যেভাবে আহত ও পঙ্গু করে দিয়েছে-সেই খুনি শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের বিচার হতে হবে।

তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ১৯ জুলাইয়ের সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।

মহানগরী সেক্রেটারি বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিটি পাড়া মহল্লায়, গাড়িতে- বাড়িতে আমরা এই আহ্বান তুলতে চাই-এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে, ছাত্র-জনতার জীবন দেয়ার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি—এই বাংলাদেশে আমরা আর খুন-খারাবি ও অপকর্ম আর হতে দেবো না।


তিনি জোর দিয়ে বলেন, 
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সত্যপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে সকলকে আহ্বান জানান ড. রেজাউল করিম।

জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে নির্দেশনা, যে আহ্বান তিনি জানিয়েছিলেন- আমরা তার ভিত্তিতে ভূমিকা পালন করেছিলাম। আবার এই বিপ্লব পরবর্তী এক বছরের বাংলাদেশে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমীরে জামায়াত ডা. শফিকুর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে ঢাকাসহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে প্রচারণাসহ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে মহানগরীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন, তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা আবুল হাসেম মুন্সী, আব্দুল হক,শ্রমিক নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা জেলে নুর ইসলাম 

স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের সমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হবে-ড. মু.রেজাউল করিম

আপডেট সময় ০১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে বলে মন্তব্য করেছেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মু.রেজাউল করিম।

তিনি বলেন, আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশকে ঘিরে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। সমাবেশটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর কাওরান বাজারে হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষ পথ সভায় তিনি এসব কথা বলেন।

ড.মু.রেজাউল করিম বলেন, জনতার এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে অবিলম্বে নির্বাচনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করা। এই সমাবেশের দাবি হচ্চে সকল গণহত্যার বিচার করতে হবে। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল দল, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিগত দিনে হাজার হাজার মানুষকে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং গোটা যুবক ও ছাত্র সমাজকে যেভাবে আহত ও পঙ্গু করে দিয়েছে-সেই খুনি শেখ হাসিনাসহ ফ্যাসিস্টদের বিচার হতে হবে।

তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী ১৯ জুলাইয়ের সমাবেশ একটি মহাসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।

মহানগরী সেক্রেটারি বলেন, আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিটি পাড়া মহল্লায়, গাড়িতে- বাড়িতে আমরা এই আহ্বান তুলতে চাই-এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে, ছাত্র-জনতার জীবন দেয়ার গণঅভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ আমরা পেয়েছি—এই বাংলাদেশে আমরা আর খুন-খারাবি ও অপকর্ম আর হতে দেবো না।


তিনি জোর দিয়ে বলেন, 
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সত্যপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শ্রেষ্ঠ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ বিনির্মাণে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নে সকলকে আহ্বান জানান ড. রেজাউল করিম।

জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে নির্দেশনা, যে আহ্বান তিনি জানিয়েছিলেন- আমরা তার ভিত্তিতে ভূমিকা পালন করেছিলাম। আবার এই বিপ্লব পরবর্তী এক বছরের বাংলাদেশে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্যে আমীরে জামায়াত ডা. শফিকুর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে ঢাকাসহ দেশবাসীকে শান্তিপূর্ণভাবে প্রচারণাসহ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে মহানগরীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের পরিচালনায় পথসভায় উপস্থিত ছিলেন, তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, থানা জামায়াতের সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, জামায়াত নেতা আবুল হাসেম মুন্সী, আব্দুল হক,শ্রমিক নেতা আমিনুল ইসলাম প্রমুখ।