নিজস্ব প্রতিবেদক- র্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে অপহরণ মামলার ১ নং এজাহারনামীয় আসামী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার।
বাংলাদেশ আমার অহংকার- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানি, অপহরণ সহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত ১নং আসামী মোঃ রিজভী বিভিন্ন সময় নাবালিকা ভিকটিমকে প্রেমের কুপ্রস্তাবসহ রাস্তাঘাটে উত্যক্ত করতো। গত ইং ০২/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ ভিকটিম তার কলেজ থেকে নিজ বাড়িতে ফেরার পথে বেলা অনুমান ০১:৩০ ঘটিকার সময় জামুবাড়ী উস্থাপাড়া মৌজাস্থ ‘আন্ধার বাঁশঝাড়’ নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা ভিকটিমকে সিএনজিযোগে অজ্ঞাত স্থানে উঠিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪/১৪৪, তাং-০৫/০৭/২০২৫ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫) এর ৭/৩০ ধারা। বিষয়টি নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৭/০৭/২০২৫ তারিখ রাত ০২.৩০ ঘটিকার সময় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পায়রা চত্ত্বরস্থ এম রহমান আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ থানার অপহরণ মামলার পলাতক ১নং আসামী মোঃ রিজভি (২৪), পিতা-মৃত মেহেরাব আলী, সাং-ছোট হাজীপুর (ছোট বানিয়াপাড়া), থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।