মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি- ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির শিবপুর গ্রামে জমিজমার বিরোধ কে কেন্দ্রকরে প্রতিপক্ষ মোঃ কাদের গংরা আজগার আলী (৪৮) এর বাড়ী দখল করতে গিয়ে লাঠিশোটার আঘাতে আজগার আলীর স্ত্রী মোছাঃ মহসিনা বেগম মারাত্বকভাবে আহত হন। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির শিবপুর গ্রামের মৃত্যু মহির উদ্দীন এর পুত্র মোঃ আজগর আলীর গত ০৬/০৭/২০২৭ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা
সূত্রে জানা যায় যে, আজগার আলী খয়েরবাড়ী মৌজার দাগনং- এসএ ১১০৪, বিএস-১৩০১ জমির পরিমান-২০.৫ শতক জমি ১৫ বছর ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমির মালিক আজগর আলী। উক্ত জমিতে আজগার আলী বাড়ী নির্মাণ কাজ শুরু করলে একই গ্রামের বাসিন্দা মৃত বাবর উদ্দীনের পুত্র কাদের আলী গংরা গত ০৩/০৭/২০২৫ইং তারিখে সন্ধ্যায় ২০ থেকে ২৫জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে গিয়ে আজগার আলীর বাড়ীর জায়গা দখল করার চেষ্ঠা করে।
এসময় আজগার আলী কে মোঃ কাদের মোল্লার পুত্র মোঃ ছেকেন্দার আলী (৩৫), মোঃ তোফাজ্জাল (৫০), মোঃ আইয়ুব আলী (৪৬) বাঁশের লাঠিশোটা দিয়ে বেধম মারপিট করতে থাকে আজগর আলীকে এ সময় তার স্ত্রী মোছাঃ মহসিনা বেগম স্বামীকে বাঁচাতে গেলে মোঃ ছেকেন্দার আলী ধারালো অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে।
এ সময় আজগর আলীর স্ত্রী মহছিনা বেগম বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ঐ দিন সন্ধ্যায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কাদের গংরা আজগার আলীর স্ত্রীকে মারপিটের সময় টানা হেচড়া করে শীলতা হানী করেন।
এ ঘটনায়, আজগার আলী ফুলবাড়ী থানায় মামলা করতে গেলে ফুলবাড়ী থানার পুলিশ মামলা নিতে গড়িমশি করে। এছাড়াও প্রতিপক্ষ কাদের মোল্লার মামলাটি ফুলবাড়ী থানার পুলিশ আগে গ্রহণ করেন। সেই মামলায় আজগার আলী সহ ২০ জনকে আসামী করা হয়েছে।
থানায় বারংবার ধরনা দিয়ে অবশেষে ৪ দিন পর আজগার আলীর মামলাটি গ্রহণ করেন। আজগার আলী বাদী হয়ে ০৮ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৬, ০৬/০৭/২০২৫ইং। আজগার আলী আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের দাবী করেছেন।