ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ১ দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না -ড. মুহাম্মদ রেজাউল করিম ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে ভাষা সাহিত্য, সাংবািদকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গণধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় গনঅধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিল    জুম্মার নামাজের সময় মটরসাইকেল চুরি জনতার হাতে মেম্বার পুত্র আটক অযত্নে অবহেলায় পড়ে আছে পৈল কমিউনিটি ক্লিনিক  সভাপতি কামরান সাধারণ সম্পাদক সাহান মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন পিআর পদ্ধতিতের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব: আলহাজ মাসুদ সাঈদী গৌরীপুরে শিক্ষার্থীদের গাছের চারা উপহার

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

শুক্রবার (৪ জুলাই) রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থি অতিথি হোটেলে এই জরিমানা আদায় করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলাপ-চারিতা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায় শুক্রবার অতিথি হোটেলে ভ্রাম্যমান আদালত ঝাটিকা অভিযান পরিচালনা করেন। ওই সময় হোটেলের ফ্রিজে পঁচা মাংস পেয়ে হোটেলের মালিককে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। তবে ভ্রাম্যমান আদালতের কোন কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়েছে। তা জানাতে পারেননি।

 

এদিন দিনগত রাত সাড়ে ১০টায় সংবাদ কর্মীরা হোটেলে গিয়ে অতিথি হোটেলে গিয়ে পচাঁ মাংসের বিষয়ে জানতে চাইলে, হোটেলের সুপার ভাইজার মোঃ জাহিদ বলেন, হোটেলে কি পচাঁ মাংস বিক্রয় করা সম্ভব? ওই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একত্রে বক্সে সংরক্ষণ করার জন্যই মুলত এই জরিমানা করা হয়।

 

হোটেলের মালিক আইনুল হক সুপারভাইজার রনিকে থামিয়ে দিয়ে বলেন, না, না ফ্রিজে রান্নাকরা ও কাঁচা মাংস আলাদা আলাদা বক্সেই ছিল। শুধুমাত্র খাবারের ওপর ঢাকনা না দেওয়ায় মশা-মাছি বসার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এত বড় হোটেলে মশা-মাছিকে তো আর আটকিয়ে রাখা যায় না।

 

তিনি আরও বলেন, এছাড়া আমি সকাল সকাল টাটকা তরিতরকারী ও মাংস বাজার থেকে নিয়ে এসে ভোর ৫টায় হোটেল খুলি। ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। ম্যানেজার ছিল। তাকেই জিজ্ঞাসা করেন।

 

ম্যানেজার রনি বলেন, হাইজিন মেইনটেইন না করার জন্য মুলত, আমাদের জরিমানা করা হয়েছে। অভিযোগ উঠেছে অতিথি হোটেলের বিরুদ্ধে। অথিতি হোটেলের সামনের পুরো ফুটপাত দখল করে রেখেছেন। ফলে পথচারীদের চলাচলের রাস্তা মনোরম ফুটপাতটি ব্যবহার করতে পারেন না পথচারীরা। ফুটপাতটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা এবং সাধারণ পথচারীরা।

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা! ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০২:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: অতিথি হোটেলের ফ্রিজে পঁচা মংসা পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

 

শুক্রবার (৪ জুলাই) রাজশাহী নগরীর ভদ্রা মোড়ে অবস্থি অতিথি হোটেলে এই জরিমানা আদায় করা হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলাপ-চারিতা করতে দেখা যায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায় শুক্রবার অতিথি হোটেলে ভ্রাম্যমান আদালত ঝাটিকা অভিযান পরিচালনা করেন। ওই সময় হোটেলের ফ্রিজে পঁচা মাংস পেয়ে হোটেলের মালিককে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। তবে ভ্রাম্যমান আদালতের কোন কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়েছে। তা জানাতে পারেননি।

 

এদিন দিনগত রাত সাড়ে ১০টায় সংবাদ কর্মীরা হোটেলে গিয়ে অতিথি হোটেলে গিয়ে পচাঁ মাংসের বিষয়ে জানতে চাইলে, হোটেলের সুপার ভাইজার মোঃ জাহিদ বলেন, হোটেলে কি পচাঁ মাংস বিক্রয় করা সম্ভব? ওই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একত্রে বক্সে সংরক্ষণ করার জন্যই মুলত এই জরিমানা করা হয়।

 

হোটেলের মালিক আইনুল হক সুপারভাইজার রনিকে থামিয়ে দিয়ে বলেন, না, না ফ্রিজে রান্নাকরা ও কাঁচা মাংস আলাদা আলাদা বক্সেই ছিল। শুধুমাত্র খাবারের ওপর ঢাকনা না দেওয়ায় মশা-মাছি বসার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এত বড় হোটেলে মশা-মাছিকে তো আর আটকিয়ে রাখা যায় না।

 

তিনি আরও বলেন, এছাড়া আমি সকাল সকাল টাটকা তরিতরকারী ও মাংস বাজার থেকে নিয়ে এসে ভোর ৫টায় হোটেল খুলি। ঘটনার সময় আমি হোটেলে ছিলাম না। ম্যানেজার ছিল। তাকেই জিজ্ঞাসা করেন।

 

ম্যানেজার রনি বলেন, হাইজিন মেইনটেইন না করার জন্য মুলত, আমাদের জরিমানা করা হয়েছে। অভিযোগ উঠেছে অতিথি হোটেলের বিরুদ্ধে। অথিতি হোটেলের সামনের পুরো ফুটপাত দখল করে রেখেছেন। ফলে পথচারীদের চলাচলের রাস্তা মনোরম ফুটপাতটি ব্যবহার করতে পারেন না পথচারীরা। ফুটপাতটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয়রা এবং সাধারণ পথচারীরা।