ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটিয়া থানার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার, নতুন ওসি,র পদায়ন  হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফুর রহমান@ গুড্ডু আরিফ কে গ্রেফতার করেছে র‍্যাব। ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ  ব্রাহ্মণপাড়া জাতীয় নাগরিক পার্টির এনসিপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি  হিজলায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, আসামি গ্রেপ্তার। হত্যা মামলার আসামী রুম্মান হাওলাদার র‌্যাব কর্তৃক রাজধানীর আজিমপুর হতে গ্রেফতার। বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন বানারীপাড়া পৌর শহরের সড়কগুলো খানাখন্দে বেহাল: অন্তহীন জনদুর্ভোগ রাণীশংকৈলে ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা সভা  রাজশাহীতে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের খাবার বিতরণ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের খাবার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

তিনি আজ বেলা ২টায় রাজধানীর মহাখালী জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া, ঢাকার মুহতামিম শায়খুল হাদীস মুফতী মাওলানা নো’মান, সহ- মুহতামিম মুফতী ওয়াজেদ আলী, গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মাহমুদুর রহমান আজাদ ও পূর্ব থানা আমীর জিল্লুর রহমান প্রমূখ।

 

সেলিম উদ্দিন বলেন, মূলত, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে।

 

জুলাই বিপ্লব আমাদেরকে এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা সহ কোন মনোপলীর রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোন ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজী হতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসীবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না বা জনগণ নতুন করে ফ্যাসীবাদের এক্সটেনশন মেনে নেবে না।

 

মূলত, মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজ সহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি। মানুষের তৈরি করা আইন দিয়ে তাদের ওপর অপশাসন-শাসন চালানো হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের সকল ধরনের অধিকার। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কল্যাণ কোন ভাবেই সম্ভব নয়; আল্লাহর দেওয়া জীবনবিধানই নির্ভূল।

 

মূলত, জুলাই বিপ্লবের মাধ্যমে জাতির ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হয়েছে। এ বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। শহীদ ও আহতদের একটি উল্লেখযোগ্য অংশই হচ্ছে মাদ্রাসার ছাত্র। তাই এদেশে কুরআন-সুন্নাহর আইন ছাড়া অন্যকোন আইন মেনে নেওয়া হবে না। তিনি দেশে কুরআনে প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

মহানগরী উত্তর আমীর বলেন, আওয়ামী বাকশালীরা ইসলাম ও ইসলামী মূল্যবোধ এবং মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। ৫মে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলী চালিয়ে শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে। আবার পতিত প্রধানমন্ত্রী গরুর রক্ত মেখে অভিনয় করেছেন বলে শহীদদের প্রতি কটাক্ষ করতে কসুর করেন নি।

 

মূলত, জুলাই বিপ্লব হয়েছিলো ইসলামী চেতনার ভিত্তিতেই। আর এ বিপ্লবের স্লোগানই ছিলে ‘আমরা ন্যায়বিচার চাই’। তাই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শাপলা হত্যাকাণ্ড সহ সকল গণহত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আহবান জানান। অন্যথায় জুলাই বিপ্লব অর্থবহ হয়ে উঠবে না।

 

 

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটিয়া থানার ওসি জায়েদ নুরকে প্রত্যাহার, নতুন ওসি,র পদায়ন 

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের খাবার বিতরণ

আপডেট সময় ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

 

তিনি আজ বেলা ২টায় রাজধানীর মহাখালী জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া, ঢাকার মুহতামিম শায়খুল হাদীস মুফতী মাওলানা নো’মান, সহ- মুহতামিম মুফতী ওয়াজেদ আলী, গুলশান পশ্চিম থানা জামায়াতের আমীর মাহমুদুর রহমান আজাদ ও পূর্ব থানা আমীর জিল্লুর রহমান প্রমূখ।

 

সেলিম উদ্দিন বলেন, মূলত, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে।

 

জুলাই বিপ্লব আমাদেরকে এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যা সহ কোন মনোপলীর রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোন ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজী হতে দেবে না। দেশে আর কখনো আওয়ামী ফ্যাসীবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না বা জনগণ নতুন করে ফ্যাসীবাদের এক্সটেনশন মেনে নেবে না।

 

মূলত, মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজ সহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি। মানুষের তৈরি করা আইন দিয়ে তাদের ওপর অপশাসন-শাসন চালানো হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের সকল ধরনের অধিকার। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কল্যাণ কোন ভাবেই সম্ভব নয়; আল্লাহর দেওয়া জীবনবিধানই নির্ভূল।

 

মূলত, জুলাই বিপ্লবের মাধ্যমে জাতির ভাগ্যাকাশে নতুন সূর্যের উদয় হয়েছে। এ বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। শহীদ ও আহতদের একটি উল্লেখযোগ্য অংশই হচ্ছে মাদ্রাসার ছাত্র। তাই এদেশে কুরআন-সুন্নাহর আইন ছাড়া অন্যকোন আইন মেনে নেওয়া হবে না। তিনি দেশে কুরআনে প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

মহানগরী উত্তর আমীর বলেন, আওয়ামী বাকশালীরা ইসলাম ও ইসলামী মূল্যবোধ এবং মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। ৫মে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলী চালিয়ে শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে। আবার পতিত প্রধানমন্ত্রী গরুর রক্ত মেখে অভিনয় করেছেন বলে শহীদদের প্রতি কটাক্ষ করতে কসুর করেন নি।

 

মূলত, জুলাই বিপ্লব হয়েছিলো ইসলামী চেতনার ভিত্তিতেই। আর এ বিপ্লবের স্লোগানই ছিলে ‘আমরা ন্যায়বিচার চাই’। তাই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি শাপলা হত্যাকাণ্ড সহ সকল গণহত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়িদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আহবান জানান। অন্যথায় জুলাই বিপ্লব অর্থবহ হয়ে উঠবে না।