মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে ২৪- এর ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়ায় রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে গতকাল বুধবার (২জুলাই) উপজেলা কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মডেল মসজিদে বিভিন্ন জাতের শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম সরকারের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতার ছেলে হাজী ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তানভীর আলম সুমন, যুগ্ম সমন্বয়ক জুনায়েদ হোসেন বোগদাদী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ রিফাত হোসেন, সমন্বয়ক কমিটির সদস্য ইউনুস মিয়া, মালাপাড়া ইউনিয়নের প্রধান সমন্বয়ক রোমান সরকার, উপজেলা সদস্য রাসেল আহমেদসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।