ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁ সাংবাদিকদের হয়রানী সংবাদের প্রতিবাদে হাপানিয়া ইউপি চেয়ারম্যান রাজার সংবাদ সম্মেলন করেন  নওগাঁ থেকে র মহাদেবপুরে আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় উল্লাসে ছাত্র-জনতার মাঝে মিষ্টি বিতরণ নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও সেচ্ছাসেবকলীগসহ ৩ নেতা-কর্মী আটক নওগাঁর নগর ব্রীজে এলাকায় দিনে-দুপুরে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই  নওগাঁয় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে গরু-ছাগলসহ লক্ষাধিক টাকা ক্ষতি  নওগাঁয় দৈনিক ‘সংবাদ’এর গৌরবের ৭৫ বছর পর্দাপণে কেক কেটে উদযাপন  নওগাঁর নিয়ামতপুরের পানিহারা গ্রামে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা খুন অতঃপর সুমন আটক বেনাপোল সীমান্তে বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী, ঔষধ, মাদকদ্রব্য চকলেট আটক করেছে বিজিবি   গৃহবধু হত্যা মামলাসহ ১৪টি মামলার দুর্ধর্ষ আসামি মোফাজ্জল হোসেন চুন্নু র‌্যাব কর্তৃক গ্রেফতার। পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন 

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

 

মো গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি : অনলাইন জুয়া খেলে নি:স্ব অনেক পরিবার। রাজশাহীর তানোরে দিন দিন বেড়েই চলেছে প্রকাশ্যে এজেন্টের মাধ্যমে ওয়ান এক্সবেট নামের ক্যাসিনো জুয়া খেলা। এ জুয়া খেলায় ছোট বড় কেউ যেন বাদ নেই।

বাড়িঘর, জায়গা জমি বিক্রি করে এ ক্যাসিনো জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েছে অনেক পরিবার। তবুও যেন টনক নড়ে না প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাদের। জানা গেছে, এ ক্যাসিনো জুয়া খেলা তানোর উপজেলা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে খেটে খাওয়া কৃষক শ্রমিক পর্যন্ত এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত হয়েছে পড়েছে।

বিশেষ করে তানোর পৌর সদর ও কামারগাঁ ইউনিয়নে বেশি পরিমাণে মানুষ এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত। তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র তানোরের বিভিন্ন পয়েন্টে ওয়ান এক্সবেট জুয়া খেলার টাকা আইডিতে লোড দেয়ার জন্য উর্তিবয়সের শিক্ষিত যুবকদের এজেন্ট নিয়োগ করা হয়েছে। এসব এজেন্টদের কাজ দিনরাত শুধু আইডিতে টাকা লোড দেয়া। তারা স্থানীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ফলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ান এক্সবেট জুয়া খেলায় মানুষদের কে আসক্ত করে চলেছে ক্যাসিনো এজেন্টরা।
ওয়ান এক্সবেট খেলে নিঃশ্ব হওয়া যুবক তানোর পৌর সদর গোল্লাপাড়া গ্রামের সিএনজি চালক আকতার হোসেন, ফিটু, আলমগীর হোসেন ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের দুলালের পুত্র রাজু। তারা এ ওয়ান এক্সবেট ক্যাসিনো জুয়া খেলতে গিয়ে সর্বশ্ব হারিয়েছেন।

নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন জানান, 
এ ক্যাসিনো জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন, তানোর পৌর সদর ব্যাক মোড়ের সিএনজি চালক হাবিব ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের জামালের পুত্র সবুজ,মুকুলের পুত্র নাহিদ, ময়াজের পুত্র ফারুক সহ নিলিন নামের কয়েকজন।
এচক্রটি ক্যাসিনো খেলায় আসক্ত ব্যাক্তিদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা পয়সা ও সোনাদানা। সচেতন মহলের মন্তব্য, এখুনি এদের রোধ করা না গেলে আগামী প্রজন্ম চরম অবনতির দিকে যাবে। এখুনি সময় দ্রুত প্রশাসনকে এদের লাগাম টেনে ধরতে হবে।


এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, 
এসব বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

নওগাঁ সাংবাদিকদের হয়রানী সংবাদের প্রতিবাদে হাপানিয়া ইউপি চেয়ারম্যান রাজার সংবাদ সম্মেলন করেন 

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

আপডেট সময় ০৪:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

মো গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি : অনলাইন জুয়া খেলে নি:স্ব অনেক পরিবার। রাজশাহীর তানোরে দিন দিন বেড়েই চলেছে প্রকাশ্যে এজেন্টের মাধ্যমে ওয়ান এক্সবেট নামের ক্যাসিনো জুয়া খেলা। এ জুয়া খেলায় ছোট বড় কেউ যেন বাদ নেই।

বাড়িঘর, জায়গা জমি বিক্রি করে এ ক্যাসিনো জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েছে অনেক পরিবার। তবুও যেন টনক নড়ে না প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাদের। জানা গেছে, এ ক্যাসিনো জুয়া খেলা তানোর উপজেলা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে খেটে খাওয়া কৃষক শ্রমিক পর্যন্ত এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত হয়েছে পড়েছে।

বিশেষ করে তানোর পৌর সদর ও কামারগাঁ ইউনিয়নে বেশি পরিমাণে মানুষ এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত। তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র তানোরের বিভিন্ন পয়েন্টে ওয়ান এক্সবেট জুয়া খেলার টাকা আইডিতে লোড দেয়ার জন্য উর্তিবয়সের শিক্ষিত যুবকদের এজেন্ট নিয়োগ করা হয়েছে। এসব এজেন্টদের কাজ দিনরাত শুধু আইডিতে টাকা লোড দেয়া। তারা স্থানীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ফলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ান এক্সবেট জুয়া খেলায় মানুষদের কে আসক্ত করে চলেছে ক্যাসিনো এজেন্টরা।
ওয়ান এক্সবেট খেলে নিঃশ্ব হওয়া যুবক তানোর পৌর সদর গোল্লাপাড়া গ্রামের সিএনজি চালক আকতার হোসেন, ফিটু, আলমগীর হোসেন ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের দুলালের পুত্র রাজু। তারা এ ওয়ান এক্সবেট ক্যাসিনো জুয়া খেলতে গিয়ে সর্বশ্ব হারিয়েছেন।

নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন জানান, 
এ ক্যাসিনো জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন, তানোর পৌর সদর ব্যাক মোড়ের সিএনজি চালক হাবিব ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের জামালের পুত্র সবুজ,মুকুলের পুত্র নাহিদ, ময়াজের পুত্র ফারুক সহ নিলিন নামের কয়েকজন।
এচক্রটি ক্যাসিনো খেলায় আসক্ত ব্যাক্তিদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা পয়সা ও সোনাদানা। সচেতন মহলের মন্তব্য, এখুনি এদের রোধ করা না গেলে আগামী প্রজন্ম চরম অবনতির দিকে যাবে। এখুনি সময় দ্রুত প্রশাসনকে এদের লাগাম টেনে ধরতে হবে।


এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, 
এসব বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।