ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর আরও ০১জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। অপহরণ মামলার আসামী ওয়ালিদ খা র‌্যাব কর্তৃক গ্রেফতার ও ভিকটিম উদ্ধার। সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহার সমর্থনে বিশাল মিছিল। রাজশাহী দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ ‎  রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট বাজারজাত করার অভিযোগে রয়্যাল টোবাকো কোম্পানীকে জরিমানা ও কোম্পানীর ০১ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফুলবাড়ীতে শিক্ষক কর্তৃক ছাত্রকে মারপিট ভালুকায় জমি দখলের উদ্দেশ্য হামলা ও ভাংচুরের অভিযোগ      হবিগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৭৫ হাজার পশু-দুশ্চিন্তা-ভারতীয় গরু  কিশোর ধর্ষণ মামলার আসামী জালাল উদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব। ভালুকায় বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     

দেবীগঞ্জে ‘সেবা কর্পোরেট ভূমি উদ্বোধন!

দেবীগঞ্জে ‘সেবা কর্পোরেট ভূমি উদ্বোধন!

 

মোঃ আকতারু জ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলায় ভূমি কর্পোরেট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ভূমি সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে এক কক্ষেই, একাধিক টেবিল ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে ভোগান্তি কমবে, বাড়বে সেবার গতি ও স্বচ্ছতা।

সোমবার (১৯ মে) দুপুর ১টায় দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এই কর্পোরেট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা ভূমি অফিসেও একই সেবা চালু করা হয়। দেশের মধ্যে এই তিন উপজেলায় প্রথমবারের মতো চালু হলো এমন ধরনের কর্পোরেট সেবা পদ্ধতি।

উল্লেখ্য, অতীতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে  প্রার্থীদের দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরতে হতো। ফাইল আটকে থাকা, দেরি, অনিয়ম এবং হয়রানি ছিল নিয়মিত ঘটনা। এতে সময় ও অর্থ খরচ হতো কয়েকগুণ।

নতুন এই কর্পোরেট সেবা চালুর ফলে সেবা গ্রহীতারা প্রথমে হেল্প ডেস্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ডেস্কে চলে যেতে পারছেন। সেখানে একজন সেবা গ্রহীতা জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ অন্যান্য সেবা এক রুমেই কয়েকজন কর্মকর্তার মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। থাকলে অভিযোগও জানাতে পারছেন তৎক্ষণাৎ।

কর্মকর্তাগণ নিজ কক্ষ থেকেই সরাসরি এই কার্যক্রম তদারকি করতে পারবেন, ফলে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা ও দায়িত্ববোধ যেমন বাড়ছে, তেমনি সেবার মানও উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আমরা পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিসগুলোকে পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনছি। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ বাড়ে, সেবার মানও বৃদ্ধি পায়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব হবে।

 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পর্যটন, স্বাস্থ্য সহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।

সেবাপ্রার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আগের দিনের দীর্ঘ ভোগান্তির জায়গায় এখন মিলছে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা।

 

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে গ্রেফতারের পর আরও ০১জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

দেবীগঞ্জে ‘সেবা কর্পোরেট ভূমি উদ্বোধন!

আপডেট সময় ০৬:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

 

মোঃ আকতারু জ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জ উপজেলায় ভূমি কর্পোরেট সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে ভূমি সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে এক কক্ষেই, একাধিক টেবিল ঘুরেই সম্পন্ন করা যাবে প্রয়োজনীয় কার্যক্রম। এতে ভোগান্তি কমবে, বাড়বে সেবার গতি ও স্বচ্ছতা।

সোমবার (১৯ মে) দুপুর ১টায় দেবীগঞ্জ উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে এই কর্পোরেট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা ভূমি অফিসেও একই সেবা চালু করা হয়। দেশের মধ্যে এই তিন উপজেলায় প্রথমবারের মতো চালু হলো এমন ধরনের কর্পোরেট সেবা পদ্ধতি।

উল্লেখ্য, অতীতে ভূমি-সংক্রান্ত সেবা নিতে  প্রার্থীদের দিনের পর দিন উপজেলা ভূমি অফিসে ঘুরতে হতো। ফাইল আটকে থাকা, দেরি, অনিয়ম এবং হয়রানি ছিল নিয়মিত ঘটনা। এতে সময় ও অর্থ খরচ হতো কয়েকগুণ।

নতুন এই কর্পোরেট সেবা চালুর ফলে সেবা গ্রহীতারা প্রথমে হেল্প ডেস্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ডেস্কে চলে যেতে পারছেন। সেখানে একজন সেবা গ্রহীতা জমির খারিজ, নামজারি, রেকর্ড সংশোধনসহ অন্যান্য সেবা এক রুমেই কয়েকজন কর্মকর্তার মাধ্যমে সম্পন্ন করতে পারছেন। থাকলে অভিযোগও জানাতে পারছেন তৎক্ষণাৎ।

কর্মকর্তাগণ নিজ কক্ষ থেকেই সরাসরি এই কার্যক্রম তদারকি করতে পারবেন, ফলে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহিতা ও দায়িত্ববোধ যেমন বাড়ছে, তেমনি সেবার মানও উন্নত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আমরা পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ভূমি অফিসগুলোকে পর্যায়ক্রমে কর্পোরেট সার্ভিস সিস্টেমের আওতায় আনছি। উন্নত বিশ্বের মতো বস ও অধীনস্থ কর্মকর্তারা একসঙ্গে বসে কাজ করলে দায়িত্ববোধ বাড়ে, সেবার মানও বৃদ্ধি পায়। এতে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করা সম্ভব হবে।

 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে, পর্যটন, স্বাস্থ্য সহ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসক।

সেবাপ্রার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, আগের দিনের দীর্ঘ ভোগান্তির জায়গায় এখন মিলছে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা।