নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত গনিমিস্ত্রির ছেলে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সাত্তার। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ভুক্তভোগীর পরিবারের লোকজন আব্দুস সাত্তারের ফাঁসি দাবী করেন।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল থেকে ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।