ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ফরিদগঞ্জে পুলিশের এসআই-এর চুরি যাওয়া সরকারি অস্ত্র-গুলি ঢাকায় উদ্ধার। বদলগাছীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার জগন্নাথপুরে গোলায় উঠল ৪০০ কোটি টাকার ধান “ফসল কর্তন সমাপনী উৎসব” সম্পন্ন। কুমারখালীতে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা দুর্নীতির অভিযোগে কালীগঞ্জের সাবেক মেয়র রবীন হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু সুনামগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ এর মতবিনিময় সভা। আলাউদ্দিন নগরে জেলার বৃহত্তম আবাসিক ও বাণিজ্যিকসহ বহুমাত্রিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাইক্ষ‍‍্যংছড়ি-সোনাইছড়ি পুলিশের অভিযানে আওয়ামী লীগের নিষিদ্ধ নেতা গ্রেফতার 

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও অনুষদীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। তারা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, অনুষদীয় ক্যাফেটেরিয়া চালু, শ্রেণিকক্ষ সংস্কারসহ বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান আলোচকের বক্তব্যে মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, আমরা লক্ষ্য করেছি, যারা মাদক গ্রহণ করে, তাদের সবাই শুরুতে ধূমপানের অভ্যাসে জড়ায়। ধূমপানই ধীরে ধীরে তাদের মাদকের পথে ঠেলে দেয়। অথচ যে ১০-২০ টাকা খরচ করে একটি সিগারেট কেনা হয়, সেই টাকায় তিনটি কলা কেনা সম্ভব, যা শরীরের জন্য উপকারী। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, তা তাঁর পরিবারকেও বিপর্যয়ের দিকে নিয়ে যায়। তাই আমাদের সবাইকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

 অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভালো ভেটেরিনারিয়ান হতে হলে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আমাদের লেখাপড়া, চাকরি কিংবা গবেষণার প্রতিটি ক্ষেত্রেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। তাই সময় নষ্ট না করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।

 

আপলোডকারীর তথ্য

news room

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে সাগরিকা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

 

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও অনুষদীয় বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন। তারা ব্যবহারিক খাতার পরিবর্তে প্রেজেন্টেশন চালু, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, অনুষদীয় ক্যাফেটেরিয়া চালু, শ্রেণিকক্ষ সংস্কারসহ বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা এবং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রধান আলোচকের বক্তব্যে মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, আমরা লক্ষ্য করেছি, যারা মাদক গ্রহণ করে, তাদের সবাই শুরুতে ধূমপানের অভ্যাসে জড়ায়। ধূমপানই ধীরে ধীরে তাদের মাদকের পথে ঠেলে দেয়। অথচ যে ১০-২০ টাকা খরচ করে একটি সিগারেট কেনা হয়, সেই টাকায় তিনটি কলা কেনা সম্ভব, যা শরীরের জন্য উপকারী। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, তা তাঁর পরিবারকেও বিপর্যয়ের দিকে নিয়ে যায়। তাই আমাদের সবাইকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

 অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ভালো ভেটেরিনারিয়ান হতে হলে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। আমাদের লেখাপড়া, চাকরি কিংবা গবেষণার প্রতিটি ক্ষেত্রেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। তাই সময় নষ্ট না করে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে।