শাহ্ মোঃ মামুনুর রহমান হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৭ নং ইউনিয়নের উবাহাটা গ্রামে শিমুল বিশ্বাস (২৪) নামে এক গৃহবধূ কে কুপিয়ে আহত করেছে ভাসুর শমিরন শীল, সজল শীল, মন্টি শিল সহ ৪/৫ জনের একদল লোক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয়্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত১৫ মে বৃহস্পতিবার দুপুর অনুমান ১টার দিকে এ ঘটনাটি ঘটে। হাসপাতালে ভর্তিকৃত আহত ব্যক্তির স্বামী বিমল চন্দ্র শীল জানায় পূর্ব বিরোধ নিয়ে তাকে এ হামলার ঘটনা টি ঘটেছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।