মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি। উদীয়মান ছাত্রনেতা সৃজনশীল ও মানবিক গুণাবলীর অধিকারী ও বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামের কৃতি সন্তান এমদাদুল হক ধীমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গত ১৫মেয়ে ২০২৫ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, যুগ্ন সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরিফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রবিন।
উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।